পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্ৰোদয় নাটক । >●。 লৌকিক পুরুষ—জীবাত্মা ছাড়া ঈশ্বর নামে আর কেউ আছেন কি ?” তপন কুমারিলস্বামী হেসে বল্লেন, আছেন বৈকি — জগতের চেষ্টা-আদি একজন করেন দর্শন ; হইয়া মোহেতে অন্ধ নাহি দেখে অন্য একজন । একজন চাহে সদা করমের ফল, অদ্যজন ফলদান কবেন কেবল । একজন কৰ্ম্ম-ফলে হয়গো শাসিত ; অন্তজন শরীরীব শাস্ত গো নিশ্চিত । নিঃসঙ্গ পুরুষ যিনি,—কেমনে বলন— র্তাহাতে কৰ্ত্তার ভাব হয় সম্ভাবনা ? রাজা –সাধু কুমারিলম্বামি ! সাধু কুমারিণস্বামি ! তুমিষ্ট যথার্থ জ্ঞানী—দীর্ঘজীবী হও । দুই পক্ষী সহচর সখ পরস্পর এক বৃক্ষ আলিঙ্গিয় রহে নিরস্তর। তার মধ্যে একজন সুপক্ক পিপ্পল-ফল কবেন ভক্ষণ ; অন্তে অনশন থাকি শুধু মাত্র তাহারে গে করেন দশন ॥ আত্মা –তার পর, তার পর ? উপ।—তার পর আমি মীমাংসার নিকটে বিদায় নিয়ে প্রস্থান করলেম । আত্মা ;–তার পর ?— উপ —তার পর, তর্কবিদ্যার সঙ্গে আমার সাক্ষাৎ হ’ল। দেখলেম, বহু শিষ্য তার সেন্সার নিযুক্ত।