পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ১২ প্ৰবোধ -চক্রোদয় নাটক । সকলে –( সত্রীসে ) উপ।—তার পর, আমি সত্বর পলায়ন করে দণ্ডকারণ্যে প্রবেশ কদলেম। তার পর, মন্দর-পৰ্ব্বতের উপকণ্ঠে মধুসূদন-মনিবেব অনতিদূরে যখন এলেন তখন তারা আমার – বাহুর কঙ্কণ-মণি করিল গো চুৰ্ণ বিদলিত ; লুটিয়া চুডার রত্ন কেশপাশ করিল দূষিত । ছিন্ন মুকুতার হাব হ’ল অপহৃত অঙ্গ হ’তে বসনাদি হইল স্খলিত ॥ রাজা ।—তার পর ? টপ ।--তার পর, গদা হস্তে কতকগুলি পুরুষ দেবালয় হতে বেবিয়ে এসে অতি নিৰ্দ্দয়ভাবে সেই তর্ক-বিদ্যাদের প্রহার করায় তালা দিগদিগন্তে পলায়ন করলে । সকলে –(সহৰ্ষে ) সাধু সাধু ! রাঙ্গা –তোমার প্রতি এরূপ অত্যাটাব ভগবান বিশ্বসাক্ষী কখনষ্ট সহ করবেন না । আত্মা –তার পর, তার পর ? - উপ।--তার পর, যেতে যেতে আমার পায়ের নুপুর খসে পড়ল—আমি তখন ভীত হয়ে গীতার আশ্রমে প্রবেশ কবলেম। সেখানে বৎস গীত। অামাকে দেখে ব্যস্ত সমস্ত হয়ে, ম; মা বলে’ আলিঙ্গন করে’ আমাকে বস্তে বল্লেন, পরে সমস্ত বৃত্তান্ত আমার নিকটে অবগত হয়ে আমাকে বলেন —“দেখ মা ! " এতে দুঃখ কোরে না । যারা তোমার অপ্রমণ করে অসুর সত্তা প্রচার করচে, ঈশ্বরষ্ট তাদের শাস্তিদাতা । ভগবানও তাদের সম্বন্ধে এইরূপ বলেছেন –