পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ-চঞ্জোদয় নাটক । SS & উপ ।—যে আজ্ঞে দেবি ! ( বিবেকের সহিত প্রস্থান ) নিদি —(আত্মাতে গিয়া অবস্থিতি ) নেপথ্যে —আশ্চর্য্য ! আশ্চর্য্য ! উদাম জলস্ত তেজে দশ দিশি উজলিয়া তড়িতের সম ভেদ করি’ মনো-বক্ষ এই কষ্ট সহসী গো লভিয়া জনম যোগ-বিঘ্নগণে আর মহামোহে করি’ গ্রাস হল অন্তধর্ণন ; —তখন গো জনমিল সুন্দর পুরুষ এই প্রবোধ শ্ৰীমান ॥ প্রবোধচন্দ্রের প্রবেশ । প্ৰবোধ (—এক ব্যাপ্ত ?—একি গুপ্ত ?—উদিত না উৎসারিত ? পরস্পরে অমুস্থ্যত কিম্ব কালে রহে প্রসারিত ? এষ্ট বা কি ?—ওই বা কি ?—এ সেষ্ট—ন আর কিছু ? —এষ্ট সব তর্ক, যার জাবির্ভাবে হয় অস্তৰ্হিত ; যাহাব গো অভু্যদয়ে fত্রলোক প্রকাশ পায় সহজ আলোকে, —আমি সে প্রবোধচন্দ্র উদিত হয়েছি হেথা দেখুক গো লোকে । (পরিক্রমণ করিয়া ) এষ্ট যে আত্মা, এইবার তবে ও'র নিকটে যাই । (নিকটে গিয়া ) ভগবন! আমি প্রবোধচন্দ্র এখানে এসে উপস্থিত হয়েচি—আপনাকে অভিবাদন করি ।