পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্ৰোদয় নাটক । § কেলি-আলিঙ্গন আদি— জেনো মনো-বিকারের এই সব যথেষ্ট কারণ ॥ বিশেষতঃ আমাদের প্রভূর প্রিয়পাত্র মদ, মান, মাৎসর্যা, দম্ভ, লোভাদি, এই যম-নিয়মাদিকে যখন আক্রমণ করবে, তখন তারা নিশ্চয়ই আমাদেব রাজ-মন্ত্রী-অধৰ্ম্মেল শবণাগত হবে । রতি —শুনেছি নাকি, তোমাদেব ও শমদম প্রভৃতিৰ উৎপত্তি-স্থান একষ্ট । কাম –প্রিয়ে ! কি বলে, উৎপত্তি-স্থান এক ? শুধু তা নয, আমাদের জনকও একই । মায়াতে, ঈশ্বর-যোগে প্রথমেই মন নামে সুবিখ্যাত পুত্র এক লভিল জনম ; পবে সেই মন পুন ত্রিলোক কবিয়া স্বষ্টি মোদের এ কুল-স্বয় করিল স্বজন ॥ র্তার প্রবৃত্তি ও নিবৃত্তি নামে দুই ধৰ্ম্মপত্নী ; তার মধ্যে, প্রবৃত্তিতে যে কুল উৎপন্ন হয সেটি মোহামোহ-প্রধান , আর, নিবৃত্তিতে যে কুল উৎপন্ন হয়, সেটি বিবেক-প্রধান । রতি –আচ্ছা নাথ ! যদি তোমাদের জনক একষ্ট হল, তবে ভ্রাতৃগণেব মধ্যে পরস্পব এরূপ শত্রতা কেন ? কাম ।—প্রিয়ে ! এক দ্রব্য-ভোগকjমী ভ্রাতৃগণ-মাঝে শক্ৰতা তো এজগতে প্রসিদ্ধই আছে । পৃথ্বীরাজ্য-করে, দেখ কুরুপাধুগণ লোক-ক্ষয়কারীযুদ্ধ করিল বিষম ॥