পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ-চক্ৰোদয় নাটক । *७ স্নান মতি-দেবী-সহ বিরাজেন ইনি দেখ শিশির-আচ্ছন্ন-কান্তি শশাঙ্ক যেমন ॥ অতএব এখানে থাকা আমাদের উচিত হয় না । ( প্রস্থান ) ইতি বিষ্কম্ভক । রাজা বিবেক ও মতি-দেবীর প্রবেশ । রাজা –প্রিয়ে ! এই বটুর মদগৰ্ব্বিত বাক্য শুনলে ?—আমাদের পাপাচারী বলে’ কি না নিন্দ করে ! মতি —নাথ ! আপনার দোষ কি কেউ দেখতে পায় ? দুষ্ট অহঙ্কার-আদি চিদানন্দময় সেই নিখিল জগৎপতি নিত্যনিরঞ্জনে বন্ধন করিয়া দেখ শত দৃঢ় পাশ দিয় কি দশা করিল র্তার, দেখ ভাবি মনে ॥ সেই তার হল পুণ্যকারী, আর আমরা তার পাশ মোচনে প্রবৃত্ত হয়েচি —আমরা কিনা হলেম পাপাচারী। আহোঁ ! এ সংসারে ঘরাত্মাদেরই জয় ! মতি —নাথ ! গুনেছি মাক্টি, পরমেশ্বর সহজানন্দ সুন্দর-স্বভাব, নিত্য-প্রকাশমান, আর সকল ভুবনেই তার প্রভাব দীপ্যমান ; তবে কি প্রকারে এই দুর্বিনীতের তাকে বন্ধন করে মহামোহ-সাগরে নিক্ষেপ করলে বল দিকি ? রাজা –প্রিয়ে ! किश! शैौञ्च कियां श्राख्, भ८क्ष्णब्र, कि नैौङिछ, স্বচ্ছ সুবিমল-চিত্ত, কিবা সুধীজন ।