পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্ৰোদয় নাটক । 35 ( দেখিয়া ) কে এই পথিকটা ভাগিরথী পার হয়ে এই দিকে আল্‌চে ? দেখন উনি আসূচেন : প্রজ্জ্বলিত অভিমানে ত্রিলোক করিয়া যেন গ্রাস, তিরস্কারি’ বাক্যু-জালে, প্রজ্ঞারে করিয়া উপহাস । তাই আমার মনে হয়, ইনি দক্ষিণ রাঢ়দেশ হতে আসূচেন। ভালই হল, এর নিকটে পিতামহ অহঙ্কারের সংবাদ জানতে পারা যাবে। অহঙ্কারের প্রবেশ । অহং ।--আহে ! এ জগতে অধিকাংশ লোকই মুর্গ 1 দেখনা কেন, অনেকেই ঃ– মহাগুরু “প্রভাকর” -—মীমাংসাকারীর মত করেনি শ্রবণ ; "তুতাত-ভট্টের কুত দ্যায়-দরশন খানি করেনি দর্শন ; “বাচস্পতি” দূরে থাক, "সালিকেরো” বাক্য-তত্ত্ব জানে না কেমন ; “মহোদধি-স্বত্তী” তাও নহে অবগত ; আরো, নাহি জানে যজ্ঞ-মীমাংসার মত ; বস্ততত্ত্ব না করিয়া স্বল্প নিরূপণ কেমনে আছে গো সুস্থ নরপশুগণ ? ( দেখিয়া ) এই যে লোক সকল শাস্ত্র অধ্যয়ন কচে, এদের কেবল অধ্যয়নই সার ; এর শাস্ত্রের অর্থ কিছুই বুঝতে পারচে না, কেবল ধেদেরই বিপ্লব ঘটাচ্চে । ( পুনৰ্ব্বার অন্ত দিকে গিয়া ) আরে! এর