পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 প্রবোধ চন্দ্রোদয় নাটক । হোন্‌ ইন্দ্র, হোন্‌ ব্ৰহ্ম, श्छेन न ५षि८भद्र दांत তাহার তো অতি তুচ্ছ —তারা সবে মোর কাছে কেবা ? শত ব্ৰহ্মা, শত ইন্দ্র , w শত শত মুনি ঋষিগণে পাতিত করিতে পারি তপোবলে, জেনে ইহা মনে। দস্তু —( দেখিয়া সানন্দে ) একি ? আমাদের পিতামহ অহঙ্কার এসেছেন দেখচি যে ৷ মহাশয় । আমি লোভের পুত্র, আমার নাম দস্ত, আপনাকে প্রণাম করি । অহং —এস এস ভাই এস, চিরজীবী হ ও ; দ্বাপরের শেষে আমি তোমাকে স্বল্প-বয়স্ক বলিক দেখেছিলেম । সম্প্রতি কালবশে তুমি বাৰ্দ্ধক্যগ্রস্ত হয়েছ, তাই তোমাকে ঠিক চিনতে পারি নি। ভাল, তোমার পুত্র অসত্যের কুশল তো ? দস্ত –আজ্ঞে হঁ। ; সে ? এইখনেই আছে ; তাকে ছেড়ে আমি এক মুহূৰ্ত্তও থাকতে পার নে । অহং —তোমার পিতা লোভ ও মাতা তৃষ্ণও কি এখানেই থাকেন ? দম্ভ —আজ্ঞে হুঁ, মহারাজ মহামোহের আজ্ঞাক্রমে তারাও এইখানে থাকেন । কি প্রয়োজনে মহাশয়ের এখানে আগমন ? অঙ্গং —ভাই, আমি শুনেছি, বিবেক নাকি মহামোহের বড়ই অনিষ্ট কর্চে, তাই তাঁর বুন্তান্ত জানবার জন্ত আমার এখানে আসা ! দম্ভ —আপনার শুভাগমনে ভালই হ’ল ; মহামোহ ইন্দ্রলোক হতে এইখানে আসূচেন শুন্‌চি ; আর এইরূপ জনশ্রুতি যে বারাণসীকে র্তার,রাজধানী করবেন ।