পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । રંc অহং —র্তার বারাণসীতে অবস্থান করবার কারণটা কি ? দম্ভ —মহাশয় । বিবেকের কার্য্যে ব্যাঘাত করা, আর কিছু নয়। দেখুন বিদ্যা ও প্রবোধোদয়-- উহাদের জন্মভূমি নিৰ্ববিঘ্ন ব্রহ্মপুরী সেই বারাণসী ; তাই তিনি তাহাদের উচ্ছেদ-ষ্টছুক হয়ে তথায় করিতে বাস সদা অভিলাষী ; অহং —(সভয়ে) তা বটে ; কিন্তু এর প্রতিকার করা দুঃসাধ্য ; যেহেতু বারাণসী পুরীতে স্বয়ং ভগবান মহেশ্বর অজ্ঞানী লোকদের ভব-ভয়-ভঞ্জন তত্ত্বজ্ঞানের উপদেশ দিয়ে থাকেন । দন্ত —এ কথা সত্য ; কিন্তু যার কম ক্রোধে অভিভূত, তাদের জ্ঞানে}দয়ের কোন সস্তাবনা নেই । তাই শাস্ত্রে অাছে ঃ– যার হস্ত পদদ্বয় আর মন আছে সুসংযত তারি বিদ্যা, তপ, কীৰ্ত্তি —তীর্থ-ফল তারি হস্তগত | নেপথ্যে।-ওহে দুরবাসিগণ ! তোমরা শোনে, মহারাজ মহামোহ এখানে আগমন করচেন । চন্দনে সিঞ্চিত করি', স্ফটিক মণির বেদি এখনি গো কর সংস্কার । যন্ত্র-মার্গ কর মুক্ত গৃহে গৃহে চতুর্দিকে জল-ধারা হউক বিস্তার। উঠা ও গো চারিদিকে • মণি-প্রভা-উদ্ভাসিত তোরণের শ্রেণী— উড়াও গো সোধ-শিরে ইন্দ্র-ধনু-চিত্রবর্ণ s পতাকা এখনি ৷