পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্ৰোদয় নাটক । ২৯ “দুঃখ বিমিশ্রিত বলি? বিষয়-জনিত সুখ কর ত্যাগ”—ইহা জেনো মুখের বিচার ; হিতাকাঙ্খী কোন জন তুষ-কণাচ্ছন্ন বলি’ শুভ্ৰ-স্বতণ্ডুল-ত্রীহি করে পরিহার ? মহা –ওহে, বহুকালের পর এই সপ্রমাণ বাক্যগুলি যে আমার কাণে আসূচে । ( অবলোকন করিয়া সানন্দে ) আরে! আমাদের প্রিয় চাৰ্ব্বাক্ যে ! চাৰ্ব্ব —( দেখিয়া ) একি ! মহারাজ মহামোহ যে ! (নিকটে গিয়া ) জয় মহারাজের জয় । আমি চাৰ্ব্বাক্—প্ৰণাম । মহা ।–চাৰ্ব্বাক্ ! এসে এসো, এইখানে বোসে । চাৰ্ব্ব – বসিয়া ) মহারাজ ! কলি আপনাকে সাষ্টাঙ্গে গ্রণাম জানিয়েছেন । মহা —কলির সর্বাঙ্গীন কুশল তো ? চাৰ্ব্ব —মহারাজের প্রসাদেই সমস্ত কুশল । মহারাজের আদিষ্ট কৰ্ত্তব্য কাজটি শেষ করে ফিরে এসেই মহারাজের শ্ৰীচরণ তিনি দর্শন করবেন। অরাতি নিপাত করি’, প্রভুর পাইয়া পরে মহান আদেশ, তখনি ফিরিয়া আসি’ দর্শন মানসে মুখী - হষ্টয়া অশেষ, ধন্ত হয়ে সেই দাস, প্রণমে’ গো প্রভূ-পদে আসি অবশৈষ ॥ মহা ।—সে কাৰ্য্যটি কি কিছু সম্পন্ন হয়েছে ? फ्रां{ि {-मझांप्लांछ !