পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্ৰোদয় নাটক । OG কমলা-কপোল-খানি । নিজ বক্ষে রাখি নারায়ণ কামী-জন-সম তিনি জলধিতে করেন শয়ন । এইরূপ যদি হয় ব্ৰহ্মা বিষ্ণু শিবে কোথায় বলগো শান্তি অল্প ক্ষুদ্র জীবে ? ( দূতের প্রতি ) দেখ জান্স, তুমি এখনি কামের নিকটে গিয়ে আমার এই আদেশ জানাও ; বল, দুরত্ম ধর্মের অভিসন্ধি আমরা বুঝতে পেরেছি, তাকে এক মুহূর্তের জন্ত ও আর বিশ্বাস কোর না,—তাকে দৃঢ়ৰূপে বদ্ধ করে রাখে । দুত –ষে আজ্ঞা মহারাজ । ( প্রস্থান ) মহা —এখন শাস্তিকে দমন করবার কি উপায় ?—আর অঙ্ক উপায়ের প্রয়োজন কি ?—ক্রোধ ও লোভকে নিয়োগ করলেই কাৰ্য্য সফল হবে । ওরে ! কে আছিস্ এখানে ? দূতের প্রবেশ । দূত –আজ্ঞে মহারাজ। রাজা –ক্রোধ ও লোভকে ডেকে নিয়ে আয় । দূত —যে আঞ্জে মহারাজ প্রস্থান ) ক্রোধ ও লোভের প্রবেশ । ক্রোধ —দেখ সখী ! আমি শুনেছি, শাস্তি, শ্রদ্ধা ও বিষ্ণুভক্তি, মহামোহের প্রতিকুলতাচরণ করচে । আঃ ! আমি জীবিত থাকৃতে তাদের এই দুঃসাহসের কাজ T অন্ধ করে রাখি আমি এ তিন ভুবনে, বধির করিগো আমি ধীর-চিত্ত জনে, I