পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

voy প্রবোধ-চক্ৰোদয় নাটক । মিথ্যা –ও কথা কি বলচ, তারাও আমাকে ছেড়ে এক মুহূৰ্ত্ত থাকৃতে পারে না । বিভ্র –সখি! যখন তোমার সপত্নীরাও তোমার প্রতি ঈর্ষা করে না, তখন বলতে হবে তোমার মত সৌভাগ্যবতী নারী এ পৃথিবীতে আর দ্বিতীয় নেই। আর একটা কথা বলি শোনো, তুমি এইরূপ নিদ্রাকুল হযে, স্বলিত চরণে, নুপুরের ঝঙ্কার করতে করতে, মহারাজের সঙ্গে দেখা করতে যাচ্চ, আমার মনে হয়, তিনি এতে একটু সশঙ্কিত হতে পারেন । মিথ্যা –এতে ভয়ের বিষয় কি আছে ? দেখ, মহারাজের বিরহই আমার অধৈৰ্য্যের কারণ। আর, যে সকল পুরুষ আমাকে দেখবা মাত্রই প্রসন্ন হয়, তাদের আবার মনে ভয় কিসের ? মহা – অবলোকন করিয়া ) এষ্ট যে আমার প্রিয়তমা মিথ্যাদৃষ্টি এসেছেন । আহা ! অলস নিতম্ব-ভারে, ঈষৎ-খলিত মালা স্বস্থানে স্থাপনের ছলে उँ८डॉलिग्न छूछ-वञ्च দেখায় নখের চিহ্ল উন্মুক্ত পয়েtধর স্থলে । নীলোৎপল-দাম তুল্য সুদীর্ঘ নেত্রের দৃষ্টি —তাহে চিত্ত হরণ করিয়া বাহুদ্বয় আন্দোলনে বিলোল কঙ্কণ-হতে ঝনৎকার কিবা উঠাইয়া ওই যে গো আসে মোর প্রিয় ॥ বিভ্র (—ঐ আমাদের মহারাজ, নিকটে এগিয়ে যাও । মিথ্যা -( নিকটে গিয়া ) জয় মহারাজের জয় ! পীন-উরু প্রেয়সি লো ! বোসে আসি কোলের উপরে,