পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চশ্রোদয় নাটক । x 8○ তাই বলি, বিধি যদি হয় প্রতিকুল তবে কি কাৰ্য্য না পারে সে গো করিতে সাধন ॥ সে যাই হোকৃ, এখন চল, পাষণ্ডদের গৃহে গিয়ে অন্বেষণ করা যাক্ । করুণা –(সভয়ে ) রাক্ষস !—রাক্ষস ! শান্তি —রাক্ষস কোথায় ? করুণা –সখি ঐ দেখ, বিগলিত-মল-লিপ্ত বীভৎস-দেহ, দুর্দশন, উড়ন্ত কেশ, উলঙ্গ, ময়ূরপুচ্ছ-পাখ, হাতে এই দিকে আসূচে । শান্তি —সখি ! ও রাক্ষস নয়, দেখ চনা ও অতি নিবীৰ্য্য দুৰ্ব্বল । করুণ! —তবে ও কে ? শান্তি ।—সখি! আমার মনে হয় ওটা পিশাচ । করু —সখি ! এখন তো দিবস—এখন প্রচণ্ড মাৰ্ত্তও ভূমণ্ডলের উপর জলন্ত কিরণ বর্ষণ করচেন, এ সময়ে পিশাচের আস! কি সম্ভব ? শাস্তি —সখি ! তবে বোধ হয়, কোন মহানারকী, নরক-কুও হতে উঠে এখানে আসূচে । ( নিরীক্ষণ ও চিন্তা করিয়া) ই চিনতে পেরেছি ;–ও যে মহামোহের প্রবৰ্ত্তিত অনুচর দিগম্বর-সিদ্ধাস্ত । ( পরিব্রাজক দিগম্বর সিদ্ধাস্তের প্রবেশ ) দিগ। —অহঁৎকে প্রণাম ; যিনি এই নবদ্বার-বিশিষ্ট শরীর গৃহে জলস্ত প্রদীপ—জিনবর বলেছেন-সেই জীবাত্মাই পরমার্থ সুখ মোক্ষ দান করেন । ( পরিক্রমণ ) ( আকাশে প্রশ্ন ) ওরেরে সাধকেরা, তোরা শোন :– মলময় দেহ-পিও —তার শুদ্ধি জলে হয় কিবা ? (আকাশে উত্তর ) দেহ শুদ্ধি হয় যদি ঋষিদের করা যায় সেবা ।