পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 প্রবোধ-চক্ৰোদয় নাটক । শাস্তি —সখি ! উনি বৌদ্ধ ভিক্ষু । ভিক্ষু —৪গো উপাসকেরা ও ভিক্ষুক সকল ! তোমরা ভগবান বুদ্ধদেবের বাক্যামৃত শ্রবণ কর । ( পুস্তক পাঠ) আমি দিব্যচক্ষে লোকদের মুগতি ও দুৰ্গতি দেখতে পাচ্চি ; সকল বস্তুই ক্ষণিক, স্থায়ী আত্মা নাই ; অতএব, ভিক্ষুও যদি পরদারাসক্ত হয়, তার প্রতি ঈর্ষা করবে না ; ঈর্ষাই চিত্তের মল । ( নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) শ্রদ্ধে ! এই দিকে এসে তে | বৌদ্ধ-ভিক্ষুর বেশ-ধারিণী শ্রদ্ধার প্রবেশ । শ্রদ্ধা –কি আজ্ঞা করচেন মহাশয় ? ভিক্ষু —তুমি সৰ্ব্বদাই এইখানে উপাসক ও ভিক্ষুদের গাঢ় আলিঙ্গন করবে, বুঝলে ? শ্রদ্ধা !—যে আজ্ঞে মহাশয় । ( প্রস্থান ) শাস্তি —সখি ! ইনি কি তামসী শ্রদ্ধা ? করু —ই, ষ্টনি তামসী শ্রদ্ধা । দিগম্বর –(ক্ষপণককে দেখিয়া উচ্চৈঃস্বরে) ওরেরে ভিক্ষুক ! এই দিকে আয়, আমি তোকে কিছু জিজ্ঞাসা করব । ভিক্ষু —( সক্রোধে ) অারে পাপিষ্ঠ পিশাচ । কেন তুই এরূপ প্ৰলাপ বলচি ? দিগম্বর –ওরে রাগ করিসূনে । একটা শাস্ত্রীয় কথা তোকে জিজ্ঞাসা করব । ভিক্ষু —আরে! ক্ষপণক আবার শাস্ত্র কথা জানে ?—আচ্ছা শোনাই যাক। (নিকটে গিয়া ) কি জিজ্ঞাসা করবি ?