পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । 8节 দিগ।—বল দিকি, তুই ক্ষণ-বিনাশী হয়ে কি জন্য এরূপ ব্ৰত ধারণ করেচিসূ ? ভিক্ষু —ওরে শোনু! আমাদের মতে চলে’ লোকে যখন বাসনা ত্যাগ করে, তখনি তার জ্ঞানোদয় হয় ; জ্ঞানোদয় হলেই মুক্তি হয় । দিগ –ওরে মুর্থ ! যদিওবা কোনও মন্বন্তরে কষ্মিন্‌-কালে কোনও ব্যক্তির মুক্তি হয়, তাহলে তোর তাতে কি উপকার হবে ? তুষ্ট যে অল্প কালের মধ্যেই মরবি । আর একটা কথা জিজ্ঞাসা করি, কে তোকে এইরূপ ধৰ্ম্মের উপদেশ দিয়েছে ? ভিক্ষু —সৰ্ব্বজ্ঞ ভগবান বুদ্ধই আমাকে এইরূপ উপদেশ দিয়েছেন । দিগ –ওরে । বুদ্ধ যে সৰ্ব্বজ্ঞ, তা তুই কি করে জানলি ? ভিক্ষু —র্তার শাস্ত্রেতেই এই কথা প্রসিদ্ধ আছে যে তিনি সৰ্ব্বজ্ঞ । দিগ।—ওরে বোকা ! যদি তার কথাতেই তার সর্বজ্ঞত্ব প্রতিপন্ন হয়, তবে আমিও বলচি আমি সৰ্ব্বজ্ঞ ; তাহলে তুষ্ট পিতা পিতামহ প্রভৃতি সাতপুরুষের সহিত আমারও তবে দাস হয়ে থাক্ । ভিক্ষু —{ সক্রোধে) আরে পাপিষ্ঠ মলপঙ্ক-ধর পিশাচ ! কি বলি, আমি তোর দাস ? দিগ –ওরে দাসী-বিহারী দুষ্ট ভূজঙ্গ ভিক্ষুক ! এটা কেবল একটা দৃষ্টান্ত দেখালেম মাত্র। এখন তোর হিতের কথা বলি শোনু – তুই বৌদ্ধধৰ্ম্ম পরিত্যাগ করে’ অৰ্হৎ-এর মত অবলম্বন করে? দিগম্বর-ব্ৰত ধারণ কর । ভিক্ষু —আরে পাপিষ্ঠ ! তুই স্বয়ং নষ্ট হয়েচিসূ–আবার পরকেও নষ্ট করতে চাস্ ? डे९ङ्कप्टे अनिझिङ স্বৰ্গ-রাজ্য করিষ্ঠ পরিত্যাগ