পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্রোদয় নাটক । r do দিগ।—মহারাজের আজ্ঞা, সবগুণের কন্যা সাৰিকী-শ্রদ্ধাকে আমাদের আকর্ষণ করে আনতে হবে । সোম।—বল, সেই দাসীপুত্রী এখন কোথায় আছে, আমি বিদ্যাবলে এই দণ্ডেই তাকে এখানে আন্‌চি। দিগ –( খড়ি লইয়া গণনারস্ত ) শাস্তি –সখি! হতভাগীরা আমার মার কথা বলচে শুনচি যে—মনো যোগের সহিত সমস্ত ব্যাপারটা তবে দেখা যাক্ । করু।—ই সখি ! ( উভয়ের তথা করণ ) দিগ —জলে নাস্তি, স্থলে নাস্তি, নাস্তি সে গো গগনের মাঝে ; আছে বিষ্ণুভক্তি-সনে —মহাত্মীগণের হৃদে রাজে ৷ করু —(সাননে) সখি! বাচা গেছে, শ্রদ্ধা এখন বিষ্ণুভক্তির কাছে আছেন। শাস্তি –( হর্ষ ) ভিক্ষু —ওহে দিগম্বর ! কামনার নিকট হতে বিছিন্ন হয়ে নিষ্কাম ধৰ্ম্ম এখন কোথায় আছেন তা ও গণনা করে’ বল । দিগ – পুনৰ্ব্বার গণনা করিয়া “জলে নাস্তি স্থলে নাস্তি” ইত্যাদি পুনৰ্ব্বার পাঠ ) সোম।–(সবিষাদে ) হায় হায় ! মহারাজের মহাকষ্ট উপস্থিত দেখচি । দেবী বিষ্ণু-ভক্তি যিনি একমাত্র সিদ্ধির কারণ, র্তার সাথে হয় যদি সত্ত্ব-কল্প। শ্রদ্ধার মিলন ; ধৰ্ম্ম যদি কাম হতে মুক্ত হয়ে করেন বিরাজ ;