পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । سه گانه موس মৈত্রীর প্রবেশ । মৈত্রী –আমি মুদিতার নিকটে শুনলেম, ভগবতী বিষ্ণুভক্তি আমাদের প্রিয়সখী শ্রদ্ধাকে মহাভৈরবীর হাত হতে উদ্ধার করেছেন । না জানি শ্রদ্ধা এখন কোথায় ; তাকে দেখবার জন্ত আমার হৃদয় উৎকণ্ঠিত হয়ে আছে । ( পরিক্রমণ ) ( ভয়ে কঁাপিতে কঁাপিতে শ্রদ্ধার প্রবেশ ) শ্রদ্ধা –কানে দোলে নৃ-কপাল-কুণ্ডল ভীষণ ; দৃষ্টি-হতে বিদ্বাচ্ছটা ছুটে অনুক্ষণ ; মুরতি সে ভয়ঙ্কর, অনলের শিখা-সম কেশ তার পিঙ্গল-বরণ ; দন্ত চন্দ্রকলাস্কুর, তাহার ভিতর হতে লোল জিহব। করে নির্গমন ; —সেই মহ ভৈরবীরে ঙ্গেরিয়া কদলী-সম কঁাপিছে এখনো মোর মন । মৈত্রী —( দেখিয়া ) ঐ যে, প্রিযসখী শ্রদ্ধা ভয়ে কদলি-পত্রের মত কাপতে কঁপিতে কি বলচেন ; আমি ওঁর সম্মুখে আছি, তবু আমাকে দেখতে পাচ্চেন না ; আচ্ছা তবে নিকটে গিয়ে ওঁর সঙ্গে কথা কই । (নিকটে গিয়া ) প্রিয়সখি শ্রদ্ধা, আজ তোমাকে এত অন্তমনস্ক দেখচি কেন বল দিকি ? আমি তোমার সম্মুখে রয়েছি, তবু তুমি জামাকে দেখতে পাচ্চ না ?