পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Weg প্রবোধ-চশ্রোদয় নাটক । প্রত্যক্ষ গো দেখিয়াও অশুচি-পুত্রিক নারী, পণ্ডিতে ৩ উনমত্ত r প্রমোদিত অত্যাসক্ত হয় কাম-বশে ; কতই প্রশংসা করে ;– বলে, কিবা পদ্ম-নেত্র কিবা ভুরু, কিবা গুরু নিতম্ব, উন্নত স্তন কমল-বদন সে ॥ আরও, যে সকল বুদ্ধিমান লোক যথার্থ বস্তুবিচার করে থাকেন, রক্ত-মাংস-অস্তি পঞ্জর ক্লেদময়ী নারীতে র্তাদের ও বিরাগ নেই স্পষ্ট দেখা যায় । বস্তুত নারীতে নিজস্ব সৌন্দৰ্য্যগুণ কিছুষ্ট নেই ; তাতে কেবল ইতর গুণের অপ্যাস করা হয় মাত্র । দেখঃ-— চারু মুক্তাঙ্গার লতা, রুমু-বুকু মণিময় কনক-নুপুর, কুকুম-সম্ভব রাগ, বিচিত্র কুসুম-মালা, সুগন্ধ মধুর, বিচিত্র দুকুল-বাস, –এই সবে রমণীর কল্পিত সৌন্দর্য্য দ্যাথে

  • অল্প-বুদ্ধি লোক ;

কিন্তু যারা দেখিয়াছে অস্তুর বাহির তার, তাহারাষ্ট জানে-নারী দ্বিতীয় নবুক । (আকাশে ) আরে পাপিষ্ঠ চণ্ডাল কাম ! তুই বিনা-অবলম্বনে অবিভূত হয়ে মহাপুরুষদের যে ব্যাকুল করে তুলচিস্। দেখ, কাম কোন কামিনীকে দেখলেই মনে করে;–