পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 প্রবোধ-চত্রোদয় নাটক । _ করি-কুম্ভে ফুকারিয়া যশোগান গাছে ঘোর রবে ॥ তিনি এখন শাস্তি-পথে প্রস্থান করায়, আত্ম-বিনোদনের জন্য প্রবোধচন্দ্রোদয় নামক নাটক অভিনয় করতে আমাকে আদেশ করেছেন। অতএব, তুমি এখন নটদের বেশভূষায় স্থসজ্জিত হ’তে বল। নটী।–(সবিস্ময়ে ) কি আশ্চৰ্য্য ! যিনি নিজ বাহুবলে সকল নৃপমণ্ডলকে পরাজিত ও শর-বর্ষণে জর্জরিত করে, রণক্ষেত্রে মৃত তুরঙ্গের তরঙ্গ উঠিয়েছিলেন, নিরস্তব-নিপতিত শরজালে বিখণ্ডিত শত সহস্র উত্তঙ্গ মাতঙ্গ-পৰ্ব্বত স্বজন করেছিলেন ; ভ্রমন্ত প্রচণ্ড ভূদও-মন্দারের আঘাতে, কর্ণাজেব পদাতি সৈন্ত-সাগর মন্থন করে’ বিজয়-লক্ষ্মী লাভ করেছিলেন, তার চিত্তে কিরূপে এখন মুনিগণশ্লীঘ্য শাস্তিরসের উদয় হ’ল বল দিকি ? সূত্র –দেখ প্রিযে! ব্রহ্মজ্যোতিঃ স্বভাবতঃই শাস্ত ; কোন কারণ বশতঃ বিকার প্রাপ্ত হ’লেও, পবে আবার সে স্বভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয় । দেখ, সকল ভূপাল-কুলের রুদ্র পলয়-কালাগ্নি-স্বরূপ চেদিরাজ কর্ণ, চন্দ্রবংশীয় আধিপত্যের মূলচ্ছেদ করায়, সেই আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই তিনি এই যুদ্ধে প্রবৃন্ত হয়েছিলেন। দেখঃ– কল্পাস্তে মহা-সিন্ধু 'হষ্টয়া গো সংক্ষোভিত পৃথিবীর শেষ গিরি করয়ে লজঘন, পবে সেই মহোদধি হইয়। প্রশাস্ত স্থির আপন সীমায় পুনঃ কলে আগমন ॥ আবও দেখ, ভগবান নারায়ণ জগতের হিতের নিমিত্ত অংশরূপে