পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । শ্রেদ্ধার প্রবেশ । শ্রদ্ধ! —(চিন্তা করিয়া ) এই তো প্রসিদ্ধ পন্থী ; কেন না :– এ বৈর-সম্ভব ক্রোধ কত কত জাতি কুল কবয়ে দহন —পবন-অtহত তরু- ঘরষণ-জাত যথ বন হুতাশন : ( সাশ্রু লোচনে ) আহ ! সৌদর-বিনাশ-জনিত শোকানল অতি দারুণ ছণিবার ; শতশত বিচার-জলধরও তা মনীভূত করতে পারে না । সিন্ধু, মহী, শৈল, নদী –ষ্টহাদেরি ধ্বংস হবে ঘটিবে নিশ্চয়, তখন এ তৃণ লঘু ক্ষণধ্বংসী জীব-নাশে কিসের সংশয় ? বন্ধুর নিধনে তবু, এ বিষম শোক-হুতাশন বিচার-শকতি নাশি’ করে মোর স্নায় झङ्कम ॥ কাম-ক্রোধাদি ভ্রাতৃগণ আমার অপকার করলেও তাদের বিনাশে - মৰ্ম্মচ্ছেদ করে মোর, দেহ মোর করয়ে শোষণ ;