পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোৰ চক্ৰোদয় নাটক. দহে মোর অন্তরাত্মা জলন্ত এ শোক-হুতাশন | (চিন্তু করিয়া ) সে যাই হোক, দেবী বিষ্ণুভক্তি আমাকে এইরূপ আদেশ করেছেন ; “দেখ বৎসে । আমি এখানে থেকে হিংস। ব্যাপারময় সংগ্রাম দেখতে পারব না ; অতএব বারাণসী পরিত্যাগ করে', আমি এখন শালগ্রাম নামক ভাগবত-ক্ষেত্রে গিয়ে কিছুকাল বাস করব। সেখানে তুমি যুদ্ধের যথাযথ বুজ্ঞাস্ত আমাকে জানাবে * তাই এখন আমি দেবীর নিকটে গিয়ে যুদ্ধ-বৃত্তাস্ত নিবেদন করিগে । ( পরিক্রমণ ও অবলোকন করিয়া ) এই তো সেই চক্ৰতীর্থ; এষ্টখানেই সংসার-সাগর-ত্তরণীর কর্ণধার ভগবান হরি বাস করেন ; ( প্ৰণাম করিয়া) এই যে, ভগবতী বিষ্ণুভক্তি সাধুজন বেষ্টিত হয়ে, আমার কন্যা শাস্তির সহিত কি কথা কচ্চেন . এইবার তবে নিকটে যাই । বিষ্ণুভক্তি ও শাস্তির প্রবেশ । শাস্তি –দেবি ! আপনাকে এত চিন্তাকুল দেখচি কেন ? বিষ্ণু –বৎসে ! এই বীরক্ষয়-মহাযুদ্ধে, প্রবল মহামোহের আক্রমণে বৎস বিবেকের না জানি কি ঘটেচে—তাই আমার মন অত্যন্ত ব্যাকুল হয়েচে । শাপ্তি –এর জন্ত চিন্তা কি, আপনার অনুগ্রহ থাকূলে, নিশ্চয়ই মহা রাজ বিবেকের জয় হবে। বিষ্ণু –দেখ বৎসে ! श्रृझष्ञ्जन-अङ्कामग्र इहेप्ण७ गeभाष, उप्लब अनिहे-लंक झटन इब्र अदिइयि ॥