পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ চল্লিকা । Y 8 G. দ্বিতীয় কুসুম। হে ব্রাহ্মণি ভগ্নয়েহ ব্যক্তির সঙ্গে যে প্রীতি যে সুখদ নয় এই বিষয়ে এক কথা কহি শুন । পূৰ্ব্বকালে ব্রহ্মাৰর্তে ব্ৰহ্মদত্ত নামে এক রাজ ছিলেন র্তাহার সভাগৃহে পূজনীয়ানামে এক চটক অর্থাৎ চড়াই পক্ষী থাকিত সে প্রত্যহ প্রতিনগরে আহ রার্থ গৃহেং গমন করত যে সকল কথা শুনিত সে সমস্ত বৃত্তান্ত পরিপাটী করিয়া ব্ৰহ্মদত্ত্বরাজার সমক্ষে আসিয়। কহিত এব^ রাজাও অবকাশে ঐ চটকার সঙ্গে ধর্ম কথাপ্রস্তাবে আলস্য ত্যাগ করিতেন এইরূপেই উভয়ের পরসপর প্রণয়ব্যবহারে সুথে কালক্ষেপ হইত। ইতিমধ্যে দৈবাৎ এক দিবস ঐ চড়াই বাসাতে আপনার ছানকে রাথিয়া অভ্যাহারার্থ নগর ভ্রমণ করিতে গেল । পরে ধাত্রী রাজকুমারকে ক্রোড়ে করিয়া চটকার বাসার নিকটে অলিয় দাড়াইল । রাজপুত্র ঐ চড়াক্টর ছ। দেখিয় তাহ লইবার নিমিত্তে রোদন করিতে লাগিল ধাই বালকের ক্ৰন্দনে ব্যস্ত হইয় তাহাকে সাম্ভুন। করিতে বাসাহইতে ধরিয়া চড়াইর বাচ্চাকে রাজপুলের হস্তে দিল । বালকের চাঞ্চল্যপ্রযুক্ত দৃঢ়মুষ্টিতে ধরাতে ঐ ছানাটি মরিয়া ভূতলে পড়িল । রাজা ঐ মৃত বাচ্চাকে সজল নয়নে নিরীক্ষণ করিয়া শোকে অত্যন্ত কাতর হইয়া ধাত্রীকে ভঙ্খলনা করিয়া হায় কি দারুণ কৰ্ম্মহইল অনুগত মিত্রের অত্যন্ত ফ্লোহ হইল পূজনীয় চষ্ণুপুটে বৎসার্থে আহার লইয়। আসিয়া বাস শুন্য দেখিয়া আমাকে কি বলিৰে অামি বা তাহার শে ক সাস্তুনা কি উপায়ে করিব। হে ঈশ্বর অনুগত ব্যক্তির পুত্রহত্যায় অপবাদে পতিত করিল। আমার পুত্র বালক ধাত্রী স্ত্রীলোক বধাই দণ্ডেতেও বধ্য নয় যদি বধ্য হইত তৰে এইক্ষণে উভয়ের বধ করা উপযুক্ত ছিল করি কি সাধ্য কিছু নাই এ অপার লজ্জাসমুদ্রহইতে পরিত্রাণের উপায় কিছুমাত্র খুজিয়া পাই না হায় কি হইল । রাজ। এই প্রকারে দুঃখানুশোচন করিতেছেন ইত্যবসরে চটক ওষ্ঠাখরেতে অাছার লইয়। নিকটহইতে ছানার চিটিকার কল