পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রবোপ চন্দ্রিক । q অতএৱ হে পুত্র বিদ্যাভ্যাসেতে সতত মানলের আৰেশ কর এৰ- বিদ্যাভ্যাস প্রতিবন্ধক যে সকল তাহাতে হেয় জ্ঞান কর । বিদ্যাভ্যামের প্রতিবন্ধক এই সকল বহুজনসহবাস উত্তম মিষ্টাম ভোজনাভিলাষ গন্ধপুষ্পৰনিস্তাদির উপভোগ ইতস্ততে নিরর্থক ভুমণ নৃত্যগীতবাদে অনুরাগ পাশঞ্চাদি ক্রীড়া বুদ্ধিভু^শকারি মাদকদ্রব্যপানাদি। o ইত্যাদি নানাবিধ উপদেশ শ্রবণ করিয়া বৈজপাল ভূপালের বালক ঐধরাধর অত্যন্ত লজ্জাম্বিত হইয়া সবিনয় বচনে জনক সন্নিধানে নিবেদন করিলেন হে মহারাজ তাৎকালিক বিরল পরিণামসুখদ কটু তিক্ত কষায় ঔষধ বাহ্যজ্বরাদি রোগ নিৰ্বভ্যর্থ পিতা পুত্রকে পান করান। আপনি তাৎকালিক পরিণাম উভয় সুখদ উপদেশরূপ যে অমৃত জাহ মূৰ্খত্ব দোষ নিবৃত্তিপূৰ্ব্বক আন্তরিক রোগের উপশমনার্থ পান করাইলেন তাহ আমি শ্রবণ করিলাম। সপ~প্রতি কোন শাস্ত্রের অধ্যয়ন করিৰ তাহ আজ্ঞ করুন। স্বতনয়ের এতদ্রুপ সবিনয় ৰচন প্ৰৰণ করিয়া শ্ৰীলঐবৈজ পাল ভূপাল অত্যন্ত সন্তুষ্টান্তঃকরণ হইয় পুত্রকে মুখচুম্বনপূৰ্ব্বক স্বক্রোড়াপিত করিয়া কহিলেন হে পুত্র অষ্টাদশ বিদ্যার মধ্যে নীতি বিদ্য ও অস্ত্র বিদ্য রাজ্যকর্মোপযোগিনী যদ্যপি হয় তথাপি অস্ত্র বিদ্যাহইতে নীতি বিদ4 অধিকোপযোগিনী। যেহেতুক নীতি বিদ্যাতে রাজ্য স্থির থাকে অতএব নীতিশাস্ত্রের জ্ঞান,অবশ্যকর্তব্য শাস্ত্রার্থ জ্ঞান শাস্ত্রের তাৎপৰ্য্য নির্ণয়মূলক। তাৎপর্ঘ্য নির্ণয় বাক্যার্থ জ্ঞানমূলক ৰাক্যার্থজ্ঞান পদার্থ জ্ঞানমূলক। পদার্থজ্ঞান পদজ্ঞানমূলক। পদজ্ঞান ব্যাকরণ শাস্ত্রজ্ঞানমূলক । অতএব প্রথমতঃ শাস্ত্রার্থজ্ঞানের সুসাধ্যস্ত। নিমিত্তে ৰাকরণ শান্ত্রাভ্যাসকরণক তদৰ্থ জ্ঞান করিয়া নীতি বিদ্যাভ্যাস কর । ব্যাকরণজ্ঞানব্যতিরেকে অন্য শাস্ত্ৰজ্ঞান দুষ্কর যে ব্যাকরণ শাস্ত্ৰাধ্যয়ন না করিয়া অন্য শান্ত্রজ্ঞান করিন্তে ইচ্ছা করে সে গাঢ় অন্ধকারাচ্ছন্ন রাত্ৰিতে জলোপরিবে: গেতে গমন করে যে সর্প তাহার চরণ গণনা করিতে পারে। অতএব ব্যাকরণাভ্যাস অগ্রে কর অনন্তর নীতি বিদ্যাভ্যাগ কর তৎপশ্চাৎ আরং ৰিঙ্গানুশীলন করিও। ব্যাকরণ জ্ঞানরহিত বুদ্ধি থোদকতা রহিত হয়। অতএব ব্যাকরণ প্রথমতঃ অৰশ্য