পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ १ প্ৰবোধ চন্দ্রিক । শেষণ পদ এইংরূপে সুৰন্ত পদ নানাপ্রকার হয়। বৈয়াকরণমতে তিঙন্ত পদ ও কারক পদ ও অব্যয় পদ ও বিশেষণ পদ পরস্পরাকাঙুপ্রিযুক্ত অম্বিত হইয় বক্তার অভিপ্রেতার্থবোধক বাক্য হয় । অমরকোষেতে তিড়ন্ত সুৰন্ত পদ সমুদায়কে ও কারক পদযুক্ত ক্রিয়াপদকে বাক্য শব্দে কহিয়াছেন । অপাদান সম্প্রদান করণ অধিকরণ কর্ম কৰ্ত্ত এই লিখিতক্রমে দুই কারক হওয়ার সন্দেহ যে স্থলে হয় সে স্থলে পরবর্তি এক কারক হয়। যেমন বুন্ত্রিণকে দিয়া বস্ত্ৰ কাড়িয়া লইতেছে এই বাক্যে দিয়৷ এই ক্রিয়ানিমিত্তক সম্প্রদান লইতেছে এই ক্রিয়ানিমিত্তক অপাদান । এ দুই কারককের হওয়ার স°২শয়েতে পরবর্তি এক কারক সম্প্রদান হয়। অতএব বিপুহইতে দিয়া বস্ত্র ছাড়াইয়া লইতেছে এমত বাক্য হয় না। আসনে বলিয়া উচিতেছে এস্থলে অপাদান অধিকরণ সন্দেহে উত্তরবর্তি অধিকরণ হইয়াছে। একারণে অ1সনহইতে বসিয়া উচিতেছে এতাদৃশ বাক্য হয় না। ঘরকে গিয়৷ নির্গত হইতেছে এ বাক্য প্রয়োগৈ অপাদান কৰ্ম্ম সন্দেহে পরবৰ্ত্তি কৰ্ম্ম হইয়াছে এহেতুক ঘরহইতে গিয়া নির্গত হইতেছে এরূপ বাক্য হইতে পারে না । এবণ এ ঘট আছে তুমি দেখ এতাদৃশ স্থলে কর্তৃকৰ্ম্ম বিরোধে কৰ্ত্ত হয় অতএব এ ঘটকে আছে দেখ এমন প্রয়োগ হয় না । এব°N আন আপনিই পাক হইতেছে গাছ আপনিই কাটা যাইতেছে ঘর স্বয়ণ পড়িতে ছে ইত্যাদি বাক্য কর্মকর্তৃবাচ্য শব্দে কথিত হয়। ঘর করা হইতেছে ভাত খাওয়া হইতেছে এ মারা যাইতেছে ইত্যাদি বাক্য কর্মবাচ্য শব্দে কথিত হয় । ইনি করিতেছেন ইনি খাইয়াছেন ইনি দেশে যাৱেন ইত্যাদি বাক্য কর্তৃবাচ্য শব্দে কহ। যায়। দেৱদত্তকর্তৃক ভবন ও অমুককর্তৃক গমন ও অমুকের গমন এতাদৃশ বাক্য প্রয়োগ ভাৰবাচ্যে করা যায় । সমাস অনেক পদকে এক পদ করা । সে সমাস ছয় প্রকার ছয় । ত a পুরুষ ও কর্মধারয় ও বহুব্রীহি ও অব্যয়ীভাব ও দ্বন্দ্ব ও দ্বিম্ভ এই ছয় সমাসের প্রত্যেকের লক্ষণ ও বিশেষ উদাহরণ ব্যাকরণ শাস্ত্ৰে ৰিম্ভারিত আছে ৰাক্যম্বরূপের সামান্যতো বিবরণ এই সমাপ্ত খইল । - - ছে রাজপুত্র স~প্রতি কাৰ্যের লক্ষণ কহি গুন। হে প্রিয় শিষ্য চতুর্মুখ বন্ধার মুখচতুষ্টয়রপ পদ্মবনের হ^স অতএব