পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 প্রবোধ চন্দ্রিক । আছে। সেই ছন্দোৰিদ্য গভীর কাৰ্য সাগরের তরণেচ্ছুরদের নৌকারূপ হয়। কেহ কাহারও অপেক্ষা না করিয়া আপনং অর্থের বোধক যে কবিতাসকল তাহারা মুক্তক শব্দে কথিত হয় যে দুই শ্লোক পরস্পর সাপেক্ষ হইয় অর্থের প্রকাশক হত্যু তাহার নাম কুলক। যেখানে পূৰ্ব্বপ্রকরণের সহিত পরপ্রকরণের অস্বয় হয় তাহার স^জ্ঞ কোষ। যথ1 অনেক কবিতাতে এক অম্বয় হয় তাহাকে স^ঘাত করিয়া কহি কিন্তু কাব্যেতে সর্গবন্ধের অঙ্গত্বপ্রযুক্ত বিস্তুর পদ্য স^ঘাতে কহ যায় না যাহাতে সর্গবন্ধ থাকে সে মহাকাব্য হয় যেমন রামায়ণাদি। মহাকাব্যের লক্ষণ এই আশীৰ্ব্বাদ কিম্ব নমস্কার অথবা যে কাবোতে যিনি প্রধানরূপে বর্ণনীয় অর্থাৎ নায়ক তাহার স্বরুপের নির্দেশ এই কাব্যের মুখৰন্ধ হয় অর্থাৎ কাব্যের আরম্ভের স্বরূপ। কাব্যের স্বরূপ এই ধৰ্ম্ম অর্থ কাম মোক্ষ এত দ্রুপ চতুর্বর্গ ফলপ্রাপ্তি তাৎপৰ্য্যক চতুর অতিবড় নায়কের যে বর্ণনা তাতে যুক্ত ও ইতিহাস কথা এৰ^ তৎপ্রসঙ্গাগত অন্যই বা এই সকলেতে স~যুক্ত এৰ^ নগর সমুদ্ৰ পৰ্ব্বত নক্ষত্র চন্দ্র সূর্যোদয় উদ্যান জলক্রীড়া মধুপান সূৰ্বতোৎসব বিরহ ৰিবাহ কুমারোৎপত্তি মন্ত্রণ দূত প্রস্থাপন যুদ্ধ নায়কীয় যুদ্ধ বিজয় এই সকলেতে উপেত ও সালঙ্কার ও অতিবিস্তুত এৰ^ শৃঙ্গার বীর করুণ অদ্ভুত হাস্য ভয়ানক বীভৎস রৌদ্র শান্তি এই নব রস সারের অতিশষ্যরূপ প্রবাহেতে নিরন্তর অথচ অনতিবিস্তীর্ণ সর্গ বাহুলোতে ও সুশ্রাব্য ছন্দেতে ও সুন্দর বর্ণবিন্যাসেতে সৰ্ব্বত্র ভিন্নং বৃত্তান্তেতে স^যুক্ত কাব্য হয়। উত্তমালঙ্কারযুক্ত যে কাব্য লে কল্পান্তপর্যন্ত স্থায়ি হয়। কথিত যে কাব্যাঙ্গসকল তাহার মধ্যে যে কোন অঙ্গেতে হীনও কাব্য দুষ্ট হয় না যদি সেই কাৰোতে সপাহীতে যে অর্থ তাহার উৎকৃষ্টত কাৰ্যজ্ঞ রসিকেরজের অনুরাগ জন্মাইতে পারে । প্রথমতঃ নায়কের গুণোপন্যাস করিয়া সেই নায়কহইতে শক্ররদের পরাজয় বর্ণনরূপ ষে কাৰ্যরচনারীতি সে স্বভাব সুন্দর হয় এব^ রিপুর ও ব^শৰীর্ষ পণ্ডিত্যাদির উত্তমত্ব বর্ণন করিয়া সেই শক্রর পরাজয় কথনেতে নায়কের ঔৎকর্ষজ্ঞাপন যে কাৰ্যেতে থাকে সে কাব্যবেক্তাদিগকে অতিশয় সন্তুষ্ট করে। ইতি প্রবোধ চন্দ্রিক|য়া" বাকস্বরূপ নিরূপণে চতুর্থ কুসুম^।