পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ ७ প্রবোধ চন্দ্রিক । তন্ময়ী অথচ যার অতিবড় আশ্চর্য অর্থ তাহাকে বৃহৎ কথা করিয়া কহিয়াছেন যেমন দশ কুমারাদি কথা। পূৰ্ব্বোক্ত প্রহেলিকাপ্রভৃতির উদাহরণ যে কোন এক অর্থকে ব্যক্তরূপে কহিয়৷ স্বরপার্থের গোপনকরত যে শব্দে যে অর্থ পাওয়া যায় সে অর্থে কিম্বা যে শব্দে যে অর্থ ন পাওয়া যায় সে অর্থের কহ যে বাকোতে হয় তাহাকে প্রহেলিকা বলি যেমন গুরুতর লোক যে শ্বস্তুর শাশুড়ী তাহারদের নিকটে কামিনী স্ত্রীকর্তৃক কণ্ঠেতে অলিঙ্গিত হইয়া ঐ স্ত্রীর নিতম্ব স্থলকে অবলম্বন করিয়া কুবকুৰইত্যাকারক অব্যক্ত শব্দ যে করে সে কে এই জিজ্ঞাসাতে উত্তর জলপূর্ণ ঘট । আভানক যাহাকে কহে তাহার উদাহরণ । যেমন আকন্দে যদি মধু পাই তবে কেন পৰ্ব্বতে যাই। ইহার তাৎপৰ্য্য অল্পায়াসপ্রাপ্ত বিষয়ের নিমিত্ত অধিকায়াস করা নয়। চালে ফলে কুম্মাণ্ড হরের মার গলায় গলগণ্ড ইহার নিষ্কর্য কারণব্যতিরেকে কার্ষ্য হওয়া অনুপযুক্ত কি না। আনিলাম মূল পোদের হলে শুলা । ইহার পর্য্যবসিতার্থ আত্মীয় লোকের অনিষ্টাচরণ পূৰ্ব্বোক্ত বাক্যের ন্যায়। অনেক পদার্থজ্ঞানধীন এক পদার্থজ্ঞান যে বাক্যে হয় সে ক্লিষ্ট বাক্য যেমন বি শব্দে গরুড় তৎকর্তৃক জিত অর্থাৎ ইন্দ্র তার আত্মজ অৰ্জুন তার দ্বেষী কর্ণ তার পিতা সূৰ্য্য তার কিরণেতে তাপিত যে জন সে হিমের নাশক অগ্নি তার অমিত্র জল তার ধারক মেঘ তাতে ব্যাপ্ত আকাশকে দেখিয়া আনন্দিত হয়। এতাদৃশ বাক্য ক্লিষ্ট বাক্য এ পণ্ডিতেরদের ইষ্ট নয় ইহ সরস্বতী কণ্ঠীভরণে কালিদাস কহিয়াছেন । পরস্পর বিরুদ্ধার্থ বাক্য সঙ্কল বাক্য হয় যেমন আমি যাবজ্বীবন মৌনী আমার পিতা নিঃসন্তান মাত বন্ধ) ছিলেন পিতামহীর পুত্র হয় নাই। এব^ আমানি থাইতে দাঁত ভাঙ্গিল সিঁদুর পরিৰ কিসে এতাদৃশ বাক্য। অন্ধগোলাস্কুল ন্যায়ের পরিচয়। এক অন্ধ ব্যক্তি শ্বশুরালয়ে গমন করত মাঠের মধ্যে এক গোয়ালকে কহিলেন হে গোপ আমি অন্ধ তুমি আমাকে আমার শ্বস্তুরের ঘরে লইয়া যাও গোপ কহিলেন আমি অনেকের গরু চরাই তোমাকে তোমার শ্বস্তরের বাট লইয়া গেলে গরু সব কে কমনে যাৰে । অতএব আমার যাওয়া হয় না