পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5) දෘ পুবোধ চন্দ্ৰিক । লোক সুনিৰ্ম্মল পরমেশ্বরোপাসনা ত্যাগ করিয়া এতাদৃশ ৰকাণ্ডপ্রত্যাশারূপ বিষয় প্রত্যাশাতে নষ্ট হইতেছে । অন্ধহস্তিদর্শনের কথা। একস্থানে কতকগুলি অন্ধ থপিয়ছিল দৈবাৎ তারদের অদূরে এক হস্তী উপস্থিত হইল ঐ অন্ধের লোকেরদের কোলাহলহওয়াতে হাতির আসা শুনিতে পাইয়। হাতী দেখিতে সকলেই গেল কিন্তু তারদের মধ্যে নিরাকাঙ্গ এক বৃদ্ধ পণ্ডিত ছিল কেবল সে গেল না। পরে ঐ অস্কেরদের মধ্যে কেহ হস্তির পাদ কেউ শুণ্ড কেহ বা উদর কেউ বা পুচ্ছ কেহ বা কৰ্ণ স্বস্ব হন্তে পর্শ করিয়া ঐ বৃদ্ধের নিকটে আইল । বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিলেন। কে হস্তী কেমন দেখিলা কহ। তাছাতে পাদপপশাঁ কহিল স্তম্ভাকার হস্তী । শুণ্ডপপশী কহিল ন ন তেমন নয় সপাকার হস্তী। উদরপপশী কহিল দূর বেট তুই কিছু জানিস না হাতিটা ঢাকের মত । পুচ্ছম্পর্শী কহিল উই এমন নয় গোলাঙ্গলাকার হস্তী। কর্ণ পশাঁ কছিল তোমরা কেহ কিছু জান না আমি যথার্থ কহি কুলার মত হাতীট। অনন্তর সকলের পরপর বিরুদ্ধবাক্য শ্রবণ করিয়া ঐ বৃদ্ধ কহিলেন তোমরা বিরোধ করিও না আমি তোমারদের সক. লেরি বাক্যের প্রামাণ্য রাখিয়া হস্তির স্বরুপ নির্ণয় করিয়া দিতেছি গুন তোমরা সব একৈক প্রদেশসপশী সকলেই লোচনবিহীন চাক্ষুষ প্রত্যঙ্গ কাহারে হয় নাই। প্রত্যকে হস্তির একৈক দেশসপশ করিয়াছ । ত্বাচ প্রত্যক্ষ তোমারদের সকলেরি সমান হইয়াছে অতএব যে য। স্বস্বজ্ঞানানুসারে বলিতেছ সে যথার্থ ধটে মিথ্যা নয় কিন্তু এক জাতি বস্তু নানা প্রকারাকার হইতে পারে ন৷ অতএব তোমারদের সকলের এক জাতীয় প্রমাণে অনুভূত যে এক ইম্ভির বিভিন্ন প্রদেশ সকল তাহার যথাযোগ্য অৰয়ৰ বিশেষ সন্নিবেশেঠে এক অৰয়ুৰি হস্তির স্বরূপ নিরূপণ করিয়া আমি কহি । চককাকারোদর স্থম্ভাকার পাদ সূপাকৃতি কৰ্ণ গোলাঙ্গুলাকৃতি,পুচ্ছ সপাকার স্তও এতাদৃশম্বরুপ হস্তিনাম চতুৰ্যপদ পশুজাতি জানিও। এতাদৃশ ন্যায়ে বেদান্তির বৈশেষিক নৈয়ায়িক মীমা^সক সাপ২থ্য পাতঞ্জলরুপ পঞ্চ দার্শনিক নির্ণীত জগৎকারণ পরমেশ্বরের যে একৈক দেশ তার সম্ভৱানুসারে সঙ্কলন করিয়া জগৎকারণ একরূপ পরমেশ্বর হন ইহা তটস্থ লক্ষণাতে নিরূপণ করিয়া স্বরুপ লক্ষণাতে অন্য পঞ্চ দার্শনি