পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 প্রবোধ চন্দ্রিক । জনার রখেতে অন্যের অশ্ব যোজনা করিয়া অনায়াসে পরম সুখে গন্তব্য দেশ পাইল। এবম্বিধ ন্যায়ে মনুষ্যেরা নিষ্কম শুদ্ধ ধৰ্ম্মরূপ রথেতে স^যোজিত পরমেশ্বরস্বরূপ জ্ঞানরূপ হয়েতে আরোহণ করিয়া অনায়াসে পরম সুখেতে অবশ্য প্রপ্তব্য পরমেশ্বরকে পাইৰে ইহা প্রাচীন বেদান্তির কহিয়া(छ्न । লাজ বন্ধনন্যায়ের কথা । অতিশয় ক্ষুধাৰ্ত্ত এক ব্যক্তি ক্ষুধাতে অত্যন্ত আতুর হইয় উচ্চ এক স্তম্ভের উপরে শরীরের ভার দিয়া দাড়াইয়াছিল। ইত্যবসরে কোন পুরুষ কতক গুলি থই আনিয়া ঐ ক্ষুধাৰ্ত্তকে কছিলেন যে ওরে তুই আঁজলী পাত তোরে আমি কিছু এই দেই। এ কথাতে ঐ ক্ষুধাৰ্ত্ত লোক অতিব্যগ্রী তাতে তাড়াতাড়ি করিয়া ঐ থামের দুই পাশে দুই হাত রাথিয় অঞ্জলি পাতন করিল পরে সে পুরুষ তার অঞ্জলিতে থই দিয়া গেল। অনন্তর ঐ ব্যক্তি আপনি অত্যন্ত ক্ষুধিত মুখ বাড়াইয় না থাইতে পারে না অন্যকে দিতে পারে না ত্যাগ করিয়া ৰন্ধন মুক্ত হইতে পারে । অল্লেং লাজা বাতাসে উড়িয় যাইতে থাকে তথাপি আমি এই থই থাইৰ এই দৃঢ়তর প্রত্যাশাতে হস্তদ্বয়ের বন্ধন মুক্ত করিতে না পারিয়া খইয়া বন্ধনেতে বদ্ধ হইয়া থাকেন। এতাদৃশ ন্যায়েতে মানবের এক অঞ্জলি এই খাইবার প্রায় অতিতুচ্ছ সা^সারিক ভোগ প্রত্যাশামাত্রে এ স^সারে বদ্ধ হইয়া থাকে এ কথা বেদান্তির কহিয়াছেন। ইতি প্রবোধ চন্ত্রিকায়া" সোদাহরণ গদ্য নিরূপণে পঞ্চম কুসুমে প্রথম স্তুৰক । দ্বিতীয় স্তবক। প্রথম কুসুম । আচাৰ্য্য প্রভাকরনাম গুরু রাজপুত্রকে কহিলেন হে রাজপুত্র_তোমার চিত্তের ৰিলাসের নিমিত্তে কথা প্রস্তাৰে কিছু শান্ত্রসিদ্ধান্ত কছিলাম সম্প্রতি বাক্যের দশৰিধ গুণ হয় তাহার ৰিশেষ কহি শুন ।