পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 প্ৰবোধ চন্ত্ৰিক । এৰিষয়ে সৰ্ব্বদা সাবধান থাকিব । কিন্তু সম্প্রতি তোমাকে এক আদেশ করি তাছাই কর তোমার চিত্ত যদি মহিষীতে অত্যন্তাসক্ত হইয়াছে তবে তাহাকে অনুক্ষণ ভাৰ কেননা নানা বিষয়বিক্ষিপ্তচিত্ত এক পদার্থ প্রতিক্ষণ ভাবন পরিপাকেতে একাগ্রতাপন্ন হইয় শাস্ত্রতত্ত্বার্থ ধারণাতে সমর্থ হয় অন্যথা হয় না। যেমন গোগৃঙ্গেতে সর্ষপ স্থির হইতে পারে না তেমনি বৃশ্চিকদষ্ট বানরপ্রায় বিক্ষিপ্ত পুরুষের মানসেতে গুরুপদিষ্টাৰ্থ ক্ষণমাত্র স্থায়ী হইষ্ঠ পারে না। গুরুহইতে এই উপদেশ পাইয়। তদবধি প্রতিদিন প্রতিক্ষণ গমনকৃত অবস্থিতিকরত উপৰিশত ইতস্ততে ভুমণকরত ঐ মহিষীর চিন্তন প্লোষিতপতিক যুবতী সতীপঙ্গীর পতিভাবনা প্রায় করিতে লাগিল। এইমতে কিছু দিবস অতীত হইলে পর গুরু এক দিন কুটার মধ্যস্থিত ঐ শিষকে ভোজন করিতে আহ্বান করিলেন তাহাতে শিষ্য ভগ্নমহিষী ভাবন হইয়া কহিল যে আমি কিরূপে কুটারহইতে নির্গত হইব আমার শৃঙ্গদ্বয় কুটারদ্বারে ৰাধিবে অর্থাৎ ঠেকিৰে । শিষ্যের এই ৰাক্য শুনিয়া গুরু সন্তুষ্ট হইয়। কছিলেন হে প্রিয় শিষ্য আইস২ তুমি শৃঙ্গ নও কিন্তু নর নরের বিষাণ কখনো হয় মা শাস্ত্রপ্রণেতার নরবিষাণ গগণকমলিনী ৰন্ধ্যাপুত্রপ্রভৃতিকে অলীক পদার্থ করিয়া কহি, য়াছেন । অলীক পদার্থ সেই হয় যে যে যে পদ সে সকল অর্থবিশিষ্ট হয় যেমন যুটাদি পদের কমুগ্ৰীৰ পৃথুবুধুেদিরাকার দুব্যাদি অর্থ হয় তেমনি নরৰিষাণাদিও পদ বটে তাহার কিছু অর্থ থাকিৰে ইত্যাকারজ্ঞানাধীন অনুমানবশত আপততঃ পদার্থরূপে প্রতীয়মান হইয়া বিশেষ পর্যালোচনাতে অৰত্ত্বরপে প্রতীত বিষয় যে হয়। দেখ দেখি ভাবনার এ বড় অদ্ভুত শক্তি যে অসিদ্ধ বস্তুও লিন্ধৰৎ প্রতীত হয় অতএৰ শাস্ত্র প্রমাণলিঞ্জ পদার্থসকল যে ভাষনাতে সিদ্ধ হবে তাহ কি কহিষ । আজিঅবধি এইরূপ ভাৰন শাস্ত্রেতে কর তবে তোমার ৰাটতি শাস্ত্রার্থ সাক্ষাৎকার হৰে । অতএব শাস্ত্ৰে কহিয়াছেন যাদৃশী ভাৰন ষস সিদ্ধিৰ্ভবতি তাদৃশীতি এইরূপে ধনুৰ্বিদ জিজ্ঞাসুর হস্তজড়তা দূরীকরণপুরঃসর শীঘুহম্ভতাসম্নাদনার্থ কৰ্ণপৰ্য্যন্ত করাকর্ষণাভ্যাস প্রায় মহিষীভাবনাভ্যাসৰশতঃ অনৰস্থিতচিত্তত নিরাকরণপূর্বক অনন্যমনস্কতা সম্নাদন করাইয়। শিষ্যকে শাস্ত্রপাঠ কয়াইতে লাগিলেন । .