পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# , (o o প্রৰোধ চন্দ্রিক । য়সীরা মরুক এমন কথা আর কখনো মুখে আনিও না এইরূপ প্রিয়বাদ করিয়া কান্তামুখচুম্বনপূৰ্ব্বক কৈতৰ ভয়াপনোদন করিয়া নৈতিক কৰ্ম্মেতে প্রবর্তমান হইত। পরে ঐ আতিথেয় গৃহস্থের গৃহে কলণ্ডলুচিারি সন্নাসির প্রায় একব্রহ্মচারী আলিয়া বেলাবসানে উপস্থিত হইল। ইহা শুনিয়া পক্ষির। কহিল কমণ্ডলুচারি সন্ন্যাসী কেমন অন্য পক্ষী উত্তর করিল এক ব্রাহ্মণ ছিলেন তিনি সম্ব°২শজাত হইয়াও জন্মক্ষণদোষেতে বড় চোর হইলেন দৈবাৎ এক দিবস কোন স্থানে সলোপ্ত অর্থাৎ, ৰমাল চৌর্য্যেতে ধরা পড়াতে অপমান পাহয়। স্বদেশ? হইতে দূরদেশ গমন করিলেন । তাহা উচিত কেনন। “সতা^মানে গ্লানে মরণমথৰ দূরগমন^“ ইতি । অনন্তর সন্ন্যাস করিলেন এইরূপে সন্নাসী হইয়াও স্বভাব দোষেতে যন্ত্রিত হইয়। অন্যান্য সন্ন্যাসিরদের নিদ্রাকালে একের কলণ্ডলু অন্যের কাছে রাখেন অন্যের কমণ্ডলু আর এক জনের কাছে রাখেন এইমতে কমণ্ডলু বিনিময়রূপ কমণ্ডলচার করেন। প্রাতঃকালে সেই সন্ন্যালির স্বস্ব কমণ্ডলুর বাতাস দেথিয় সবিশেষ বৃত্তান্ত অবগত হইয়া বাতাসকারি ঐ সন্ন্যাসিকে দূর করিয়া দিলেন। এ কথার তাৎপৰ্য্য স্বভাবাতিক্রম দুর্ঘট । এতাদৃশ কমণ্ডলুচিারি সন্ন্যাসির ন্যায় ঐ অতিথি ব্রহ্মচারী ছিল যেহেতুক ইনিও বিটপতাদোষেতে সৰ্ব্ববন্ধুজননকৃত হইয়। বিবেকেতে ব্রহ্মচারী হইয়াছেন । o অনন্তর ঐ আতিথেয় গৃহি ব্যক্তি দিবাবসানে আগত পূৰ্বপরিচিত আগন্তুক অতিথি ব্রহ্মচারিকে দেথিয় কৃতকৃত্য ও ধন্যবাদ করিয়া স্বয়^ভক্তিশ্রদ্ধা সৎকারাতিশয়ে প্রণাম স্বাগত প্রশ্ন পাদ্যাঘ্য পদানানুষ্ঠান পুরঃসর অসিনাৰস্থাপন ভোজন শয়ন কর,ণ লক্ষণ আতিথ্য ঐ অতিথি ব্রহ্মচারির করিয়া রাজসেৱার্থে গমন কুরিল । তৎপর উপপতিসমীপ গমনার্থে উদ্ধামৰ গ্রচিন্তু তৎপন্স ঐ অতিথিকে বারম্বার জিজ্ঞাসা করে ওগো ব্রহ্মচারি গোসাই মহাশয়ের নিদ্র হইল ব্রহ্মচারী কহিল উহু ভাই হইতে দিতেছে ন নদু কি হৰে কাণের কাছে মলাগুল ভেনং করে । তখন ঐ স্ত্রী স্বসঙ্গীসহিত উকি মারিয়া দেখে ও কাণাকণি করে আটসে যায় আবার আইসে আৰাৱ যায়.অ৷ ময় এ পাপটার চক্ষে কি ঘুম নাই ইহা চুপে