পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ চন্দ্রিকা । 6 o' চুপে কহে। এইরূপে অতিশয় অন্তব্যস্ত হইয় অভিধিকে কহিল তোমার কি আজি নিদ্র হইবে ন ব্রহ্মচারী এই হয় ইহা কহিয়া নিদ্ৰাৰ্যাজে নালাশব্দ করিতে লাগিল। তদনন্তর ঐ স্ত্রী অত্যন্ত হৃষ্টচিৰ হইয় গাত্রে যথেষ্ট হরিদ্র অনুলেপন করিয়া নদী সন্তরণপূৰ্ব্বক জারালয়ে গমন করিল। ব্রহ্মচারী স্বভাবদোষে কৌতুকদর্শনার্থী হইয় প্রচ্ছন্নরূপে তৎপশ্চাৎ গমন করিয়া নিভূত স্থলে থাকিয় ঐ স্ত্রীর চরিত্রসকল দেখিয়। শয়ন স্থানে আসিয়া নিদ্রিত হইয়া থাকিলেন । এইরূপে উপপতিসমীপোপস্থিত অভিসারিক ঐ কামিনী অত্যন্ত ক1মুক জারসঙ্গে কামকলালীলাবিলাসপূৰ্ব্বক সাঙ্গোপাঙ্গরূপে ৰিলক্ষণমতে স্বাভিলাষ সমপূর্ণ করিয়া পূৰ্ব্বৰ অনেক হলুদ মাথিয নদী সাতারিয়; ঘরে আসিয়া খাটে অকাতরে গুইয়া থাকিল অনন্তর দুই প্রহর রাত্রির পর তৎপতিও আসিয়া তৎসহিত স্বাপাৰেশে থাকিল। পরে প্রাঙ্ক ঐ গৃহপতি মুখপ্রক্ষালন শৌচাচমনাদি প্রাতঃকৃতা করিয়া ব্রহ্মচারিসমাপে আসিয় দণ্ডৱৎ করিল। ব্ৰহ্মচারী আশীৰ্ব্বাদ করিলেন ও কহিলেন “ দিব। বিভেতি কাকেভে]] রাত্রেী সঞ্চরতে নদী- “অর্থাৎ যে দিবসে কাকের ডাকে ভয় পায় সে রাত্রিতে একল নদী সন্তরণ করে । গৃহী বিমমা হইয়া কছিলেন তত্ৰ নক্রভয়-নাস্তি"। অর্থাৎ সে নদীতে কি কুমীরের ভয় নাই ব্রহ্মচারী উত্তর করিলেন “তদ্ধি জানন্তি তদ্ধিদঃ“ অর্থাৎ কুমীরের ভয় নিশ্চিতরূপে যে জানে লে কুমারের ভয় যাহাতে না হয় তাহাও জানে । এই কহিয়া ব্রহ্মচারীগেলেন। গৃহী ব্রহ্মচারির এই কথাতে সন্দিগ্ধ হইয়। সেই দিবস রাজসেবার্থ গমনচ্ছলে নদী পারে রহঃস্থানে লুক্কায়িত হইয়া স্বস্ত্রীর চরিত্র তাবদেখিয়া মনে করিল ওরে ব্রহ্মচারী যাহা কহিয়াছিল সে সকলি সত্য। নক্রভয়েতে গাত্রে হরিদু। লেপন করে শ্রুত আছে হরিদ্র কুম্ভীর জাতির ৰিষ স্ত্রী হুইয়। ইহার এপর্যন্ত অনুধাবন হায় এৰডু দুৰ্দৈৰ ইনি আমার প্রেয়সী ইহার কুহক বিড়ম্বনাতে আমি এতাবৎকালপর্যন্ত বিড়ম্বিত হইয়াছিলাম এ স্ত্রী হইয়া অামাকে লীলামৰ্কটপ্রায় করিয়া রাখিয়াছিল এত দিনে সকল প্রকাশ হইল আমি কেবল বৰ্ব্বর । "ভূতে পশ্যন্তি ৰব্বস্থাঃ " পূৰ্ব্বে এ সকল 反次