পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 6 B' প্রবোধ চন্দ্রিকা । ছে এব° সৰ্ব্বত্রাবস্থিত চেতনরূপি পরমেশ্বরের চেতনতাতেই সান্তঃকরণ সকল শরীরেরদিগের চেতনতা । নিরন্তঃকরণ স্থবরশরীরিরদের চেতনতা নাই যেমন সৰ্ব্বত্র সমভাবে পতিত সূর্যরশ্মির চাকচকোতেই কাচভূমির চাকুচকা তদিতর ভূমির চাক্‌চক্য হয় না এই সকল বেদের পরম সিদ্ধান্ত। অতএব হে ভাতার মিথ্যা ভুম দূর কর জ্ঞানচক্ষুতে দেখ ಕ್ಷೌಸ್ಗೆ করেন এব^ দেখিতেছেন শুনিতেছেন তাহার ছোট বড় সকল সমান অতএব আইল সকলে ঐকমত্য ও ঐক্যবাক্য কর যেমন কুর্যের স্বকীয় অণ্ডেতে নিশ্চয় দৃষ্টি রাথিয় ইতস্ততঃ সঞ্চরণ করে । যেমন বা ডুবারুর স্বনাস পুটদ্বয়ে উচ্ছাস নিঃশ্বাসার্থ প্রবিষ্ট নলদ্বয়েতে একান্ত সাবধান থাকিয়। গভীর জলে নিমগ্ন হইয়। দুব্যাম্বেষণ করে তেমনি ঈশ্বরেতে প্রণিহিতমনা ও জাগরুক হইয়। স্ব কৰ্ত্তব্য কৰ্ম্মকরণে নিমগ্ন হও তিনি অবশ্য আমারদের মনোরথ সিদ্ধ করিবেন এইরূপ বিশ্বাস কর অসম্ভাবন কদাচিৎ করিও না । এ বিষয়ে এক পুরাতনইতিহাস শুন । দণ্ডকারণ্যে প্রাচী নদীতীরে বহুকালাবধি এক তপস্বী তপস্যা করেন বিবিধ কুছুগাধা তপঃ করিয়াও তপঃসিদ্ধিভাগী হন না । দৈবাৎ ঐ তপোধনের তপোবনেতে এক দিবস নারদ মুনি আলিয়া উপস্থিত হইলেন। ঐ তপস্বী বহুমান পুরঃসর পদাৰ্ছ:সন দান ও স্বাগত প্রশ্ন করিয়া নারদ মুনিকে নিবেদন করিলেন। হে ঈশ্বরদশি মুনি বহুকাল ব্যতীত হইল অামি তপস্যা করিতেছি তপঃসিদ্ধি হয় ন কত কালে আমার তপঃসিদ্ধি হইবে ইহ। আপনি ঈশ্বরসমীপে জানিয়া আমাকে আজ্ঞা করিবেন তাপনের এই বাক্য শুনিয়া নারদ মুনি ঈশ্বর সন্নিধানে গিয়া তাহার কথানিবেদন করিলেন । ঈশ্বর আজ্ঞ। করিলেন ঐ তাপসের তপোৰনোপকণ্ঠে যে অতিবৃহৎ তিন্তিড়ী বৃক্ষ আছে সে বৃক্ষের যত পত্র তত শত বৎসরে তার তপস্যাসিদ্ধি হইবে । ঈশ্বরের এই আজ্ঞ নারদ শুনিয়। ঐ তপোধনকে কহিলেন তপোধনস্তনিৰামত্র পরমাছাদে উৰ্দ্ধবাহু হইয়৷ নৃত্যু করিতে লাগিলেন ও কহিলেন ভাল কথনো হউক আমার তপঃসিদ্ধ হইবেতে তপস্বী এইরূপে অত্যন্ত স্বস্ট্রান্তঃকরণ হইয়া নারদ মুনির নিকটে বসিয়া আছেন ইত্য