পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ চন্ত্ৰিক । ☾☾ বসরে পরমেশ্বর স্বয়^ ঐ তাপসের আশ্রমে আসিয়া তাহাকে দশন দিয়া কহিলেন । হে তাপস অদ্য তোমার তপঃসিদ্ধি হইল তাহার বিলম্বের কারণ যে সকল পাপ ছিল তাহ তোমার নিষ্ঠার এতাদৃশী পরাকাষ্ঠীতে সন্তুষ্ট হইয়। তোমাকে ক্ষমা করিলাম এইরূপে ঐ তপসিকে তপঃসিদ্ধি বরপ্রদান করিয়া ঈশ্বর অন্তৰ্হিত হইলেন । তদন্তুর নারদ মুনি ঐ তপোধনকে কহিলেন হে তপস্থি কাৰ্য্যসিদ্ধির কালের কিছু ইয়ৱা নাই কিন্তু পুরুষের বিশ্বাসপূৰ্ব্বক আত্যন্তিক নিষ্ঠাতে সন্তুষ্ট পরমেশ্বরের প্রসাদ যখন হয় তখনি কাৰ্য্যসিদ্ধি হয় দ্বৈধ যাবৎ থাকে তাবৎপর্যান্ত কার্য্যসিদ্ধি হইতে পারে না । অতএব কহি হে বন্ধুবর্গের অসম্ভাবন ত্যাগ করিয়া কাৰ্য্য^ বা সাধয়েৎ শরীর-১ বা পতিয়েৎ, ইত্যাকারক সুদৃঢ় আগ্রহ করিয়া কাৰ্য্যসিদ্ধির উপায়করণে সকলে প্রবর্ত হও এইরূপ পরামর্শ করিয়া সকল পক্ষির একত্র হইয়া সমুদুশোষণার্থে কেহ বা সমুদ্রে ভূব দিয়া ডেঙ্গাতে গা ঝাড়ে আৰাৱ ধূলাতে গড়াগড়ি দিয়া সমুদ্রে ডুবে এইরূপ পৌনঃপুনো করিতে লাগিল। কেহ বা চঞ্চুতে তৃণাদি আহরণ করিয়া জলে ফেলায় জলে ডুবিয়া ভূমিতে পার্থ ঝাড়ে এইরূপ পুনঃপুনঃ করিতে লাগিল এতদ্রুপ ব্যাপার অহোরাত্র আবিস্তান্ত বহুদিনপর্য্যন্ত পক্ষিসমূহের করিল । অনন্তর ঈশ্বরপারিষদ এক মহর্ষি অর্ণবতারে আলিয়৷ পক্ষিত্রদের তাদৃশ ব্যাপার দেখিয় তাহারদিগকে জিজ্ঞাসিয়া আমূলতঃ তাৰমৃত্তান্ত জ্ঞাত হইয়। ঈশ্বরমর্মী পে গিয়া কথা প্রসঙ্গে কৌতুকরূপে পক্ষিরদের বিষয় ঈশ্বরকে বিজ্ঞাপন করিলেন । ঈশ্বর কহিলেন পাক্ষর হদিস দুশোষণার্থে একান্ত যমৰান হইয়াছে তবে যে সমুদ্র শুষ্ক হইবে এ কি আশ্চর্য লোকের প্রযন্সেতে অসাধ্য কিছু থাকে ন পুরুষ ঐকান্তিকভাবে চেষ্টা করিলে দুঃসাধ্য সিদ্ধি করিতে পারে। পরমেশ্বরের এতাদৃশ ইচ্ছা হওয়াতে আগন্ত নামে মুনি সমুদ্র পান করিয়া মরুভূমিপ্রায় করিলেন এইরূপে ঈশ্বরপ্রসন্নতাতে অগস্ত্যমুনিদ্বারা পক্ষির প্রাপ্তমনোরথ হইয়। বৈরুনির্যাতন করিল এইরূপে সমুদ্র গুপ্ত হইয়। বহু দিন পর্যন্ত ছিল পশ্চাৎ সগর সন্তানেরদের খননেতে পূৰ্ব্বৰৎ জলেতে সম্পূর্ণ হইল। এ কথার তাৎপর্য কেহ আপনাকে বড় জানিয়া অহঙ্কার না