পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ア প্রবোধ চন্দ্রিক । সৰ্ব্বত্র পিতৃদুর্নাম শ্ৰৱণে লজ্জিত হইয়া মনে বিবেচনা করিল যে আমার পিতা নিন্দিত ক্রিয়োপজীবিকাতে অপ্রতিষ্ঠান্বিত হইয়াছিলেন। অতএব আমার এক্ষণে তাহাই কৰ্ত্তব্য যাহতে জনকের লোকতঃ প্রশ^স হয় কেননা সেই পুত্ৰই পুত্ৰ যাহা হইতে পিতৃ পিতামহ প্রপিতামহদি পূৰ্ব্বতন পুরুষেরদের প্রতিষ্ঠা হয় তদ্ব্যতিরিক্ত পুত্রের মূত্ৰমাত্র। এতাদৃশ পরামর্শ করিয়া তদবধি ঐ স্তেনসন্তান ঔরস ধৰ্ম্মজন্য দুৰ্ব্বদ্ধিতাপ্রযুক্ত যে প্রোথিত প্রেতের বস্ত্ৰাদি ম্ভেয় করিত তাহার gহরন্ধে এক কীলক প্রবিষ্ট করিয়া দিতে লাগিল। অনন্তর তাহার স্বতাতহইতে ঈদৃশ অধিক কুচেষ্টা করণের সর্বত্র প্রচার হইসে পর সকল লোকে কহিতে লাগিল যে এ পাপিষ্ঠ দুরাচার বেটার বাপত ভাল ছিল সে কেবল বসনপ্রভৃতিই চুরি করিত এ দুরাত্ম দুঃশীল বেটা মড়ার কাপড় চুরি করিয়া আবার তার মাগে মেক ভারয় দিতে লাগিল। এই রূপে পিতৃ প্রতিষ্ঠ হওয়াতে ঐ অনভিজাত যথেষ্ট সন্তুষ্ট হয়। আপনাকে সৎ পুত্ররূপে মানিয় তাহাঙ্ক বরাবর করিতে লাগিল। অতএব হে রাজপুত্র দুষ্টের যে বুদ্ধিমত্তা সে কেবল লোকের অনিষ্টের কারণ হয় । ইতি প্রবোধচন্দ্রকায়া" দ্বিতীয় স্তৰকে তৃতীয় কুসুম-২। চতুর্থ কুসুম। যার যে জাতীয় ধৰ্ম্ম সে স্বতঃ প্রকাশ পায় ইহার কথা এক সি°২ছ গণিী বনমধ্যে প্রসব হইয়া জাতমাত্র শাৰক ত্যাগ করিয়৷ অন্য কামনে গিয়া থাকিল। সে সি হশিশু তদ্বিপিনৰাধ কুঙ্কুরফুথের সহিত তদীয় আহার ব্যবহার করত থাকে। পরে এক দিন অতিশয় বৃষ্টি হওয়াতে খরতর সু্যেতঃ প্রব৷ছিণী পৰ্ব্বতীয় নিৰ্বর ভর এক নদীর তীরে ঐ কেশরিশাবকসমভিব্যাহৃত শ্বযুথ গিয়া সেই নদীর পারে যাহতে সঞ্চলে এক কলে উদ্যম বুরল তাহাতে সি^হশিশুর স্বজ,তীয় শক্তিস্ফৰ্ত্তি হওয়াতে অর্মায়ালে ঐ ঝরণা নদীর পরপার প্রাপ্ত হইল কুঙ্কুরমুখের শরুজ্জামুতাড়ম্বর নায় উদ্যোগমাত হইল। বাল্য যৌবন বাৰ্দ্ধক্যাদি অবস্থা ধৰ্ম্ম উপদেশৰাতিরেকে স্বতই হয় ইছাতে এক কাহিনী অাছে তাহা কহি শুন। এক