পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sりや পুৰোধ চন্দ্রিকা । কিছু কাহাকেও দিয়া থাকিবে না আমি গিয়া দিব। কিন্তু আমি যখন তোমাকে জিজ্ঞালিব যে আপনি হেতায় কেন তখন তুমি কহিও যে পিতার সহিত কর্মক্রমে বিবাদ করিয়৷ আলিয়াছি ইচ্ছা আছে যদি ইনি সাহায্য করেন তবে বাণিজ্য করি। অনন্তর বিশ্বভণ্ড কথিতানুরুপ সকল করিয়া তথা গেল পশ্চাৎ বিশ্বৰঞ্চক কিঞ্চি পরে সেখানে গিয়া উপস্থিত হইয়া বিশ্বভণ্ডকে জিজ্ঞাসিল এ কি আশ্চৰ্য্য আপনি এ স্থানে কি নিমিত্তে। সে কহিল তাত বিমাতার বশত্তাপন্ন এইপ্রযুক্ত র্তাহার সঙ্গে কার্যক্রমে বিবাদ হইল এই নিমিত্তে। পরে বিশ্ববঞ্চক কহিল সৰ্ব্বত্র বিখ্যাত অত্যন্ত ধনিক মহাপজপতি নাম মহাজনের পুত্র ইনি হে চিত্রগুপ্ত তোমার ৰড় ভাগ্য যে ইনি তোমার বাট আসেন। এ কথা শুনিয় চিত্রগুপ্ত কহিল বটে র্তাহার পুত্র ইনি আমি তাহাকে বিলক্ষণরূপে জানি । তদনন্তর ৰিশ্বৰঞ্চক বিশ্বভণ্ডকে জিজ্ঞালিল এক্ষণে এথায় আপনি কি করিষেন সে সহিল ইহঁার নাম শুনিয়। এ স্থানে আসিয়াছি ইনি যদি আনুকূল্য করেন তৰে স্বজাতি জীবিকা বাণিজ্য কর্ম করিব। ইহাতে চিত্রগুপ্ত কহিল তুমি যদি এই নগরে কুঠী করিয়া ব্যবসায় কর তবে অামি তোমার সহায়তা করিতে পারি। চিত্রগুপ্তের এই কথামতে উভয়ে এক দোকান করিয়া নেওয়া দেওয়াতে চিত্রগুপ্তের বিশ্বাস জন্মাইয় এক দিবস লক্ষ - টাক আনিল । ৰিশ্বৰঞ্চক ৰিশ্বভণ্ডকে কহিল ওহে বন্ধু স্তন বিদেশে দীর্ঘকাল থাক। ভালো নয় গ্ৰীপুত্রাদি পরিবারবর্গের ল-রক্ষণ পরদেশে থাকাতে হয় না । তাহাতে নানা দোষ ঘটে আজি এককালে অনেক টাকা পাওয়া গিয়াছে এসকল মুদ্র। কোন উপায়ে লইয়। উভয়ে স্বদেশে প্রস্থান করি। বিশ্বভণ্ড কহিল সে উপায় কি । ৰিশ্বৰঞ্চক কহিতেছে দীর্ঘপ্রস্থে বড়ো কতকগুলা ঘর করি দুই এক হাজার টাকার তুলা আনিয়া সেই সকল স্বরে পূরিয়া নিশীথে সেই স্বরে আগুন দিয়া পোড্রাইয় প্রাতে চিত্রগুপ্তকে গিয়া কছি। তিনি যখনু কহিৰেন আমার টাকার কি তখন ভূমি কহিৰ তাহার ভাবনা কি আমার সঙ্গে লোক দেও আমি স্বরে গিয়া হিলাৰ করিয় কড়াকড়া দাম ২ এক কালে সকল ঠুিড়াইয় দিৰ। ইছাত্তে তিনি আপন