পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰৰোধ চন্দ্রকা । * 3 ব্রাহ্মণ পণ্ডিত সে স্থানে গমন করিতেছেন আপনি তথা গিয়। সভাতে পণ্ডিতমণ্ডলীমধ্যে ঋক যজুঃসাম অথবাখ্য চতুৰ্ব্বেদ ও শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত জো তষ ছন্দঃশাস্ত্র মনু অত্ৰি বিষ্ণু হারীন্ত যাজ্ঞবল্কা উশনাঃ আঙ্গিরা মম আপস্তম্ব সম্বর্ভ কাতা। য়ন বৃহস্পতি পরাসর বাস শম্ভু লিখিত দক্ষ গোন্তম বশিষ্ঠাদি ব্রহ্মর্মি মহর্ষি রাধিপ্রণীত স্মৃতিশাস্ত্র ও বেদান্ত সা^থা পাতভুল মীমাণ২স ন্যায় বৈশেষিক ষড়দর্শনাদি নানাশাস্ত্র নিচার ও সন্দিগ্ধ প্রশ্ন নিরুপণাদি করিয়া’যাচঞৰতিরেকে লভাপদ কীৰ্ত্তি পাহতে পাfরবেন । পুত্রের এই বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণ কহিলেন হে পুত্র মিথিলাধিরাজ জনক রাজর্ষি অধ্য; ত্মবিদ্যার পারদর্শী তক্স জ্ঞানরদের এক নিদর্শন স্থান : তাহার নিকটে আমি সমাদর অংশ। পাইব যেহেতুক গুণবানেরদেরি গুণবস্তুেতে প্রীতি হয় নিঃণের গুণিতে প্রেম হয় না । ই হার এই সৃষ্টান্ত মধুপের বনছহতে আগমন করিয়া পয়েতে প্রণয় করে পদ্ম সহবাসী মধুক করে না । আর উত্তমের উওমের সমীপেই যাইবেন কেননা অধমের নিকটে গেলে উপস্থাপ:পপদ হন । ই হার কথ। এক স্থানে তনেক বক বসিয়া:ছল অকস্মাৎ সেই স্থানে মানস সরোবরনিবাদা এক রাজহ-sস অসিয়া উপস্থিত হইল J বকের ঐ হ^সকে দেখিয়া অত্যন্ত চমৎকৃত হঠয়া লোহিত লোচন লপন, চরণ ধবল শরীর তুমি কে ছে । হ’sস কহিল আমি রাজহ^স । বকের কহিল ওহে তুমিই রাজস্থ°১ল বটে ভাল এক্ষণে কোথাহ ষ্টতে অকল । মানস কালারহষ্টতে । সে স্থানে কি আছে । সুবর্ণ বর্ণ রাজীবরাঙ্গ পীযুষতুল্য জল নানারস্তুেতে নিবন্ধ আ লৰাল যায়দের এতাদৃশ পাদপপ^ক্তি প্রতরেতে বহুবিধ মণিখচিত হিরণায় সোপানাবলি এই সকল তথা আছে। এতদ্ৰুপ তত্তর প্রচু ৰুরামস্থর ক্রুঞ্চের কহিল সেখানে শামূঙ্ক আছে । হ~স কহিল না । এই কথা শ্রবণ মাত্রে ক্ষত্ত্বের ক-সকে হাঁহা করিয়া উপহাস করিল। অতএব কহি হে পুত্র অপকৃষ্ট লোকের নিকটে যাই বে না উৎকুষ্টর বিশিষ্ট স্কামেই সা: বে। জনকরাজ পরম ধৰ্মিক মতৈকনিকেতন জাৰযুক্ত প^প্রতি ক্র দীক্ষা গ্রহণ করিয়াছেন তাহার সঙ্গে আমার সাক্ষাৎকার হওয়া বড় সুখের বিJĮ}