পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8. প্ৰবোধ চন্দ্রিক । ষয় । অতএব আমি অদ্যই মিথিলা নগরী যাত্র করিব পাথেয়ের সঙ্গতি কর । পিতার এই আজ্ঞা পাষ্টয় পুত্ৰ তণ্ডুল শজুক তামুকাদি কিছু পথখরচের স^যোগ করিয়া দিলেন। ব্রাহ্মণ মিথিলা প্রস্থান করিলেন পরে পথে আসিতেই পাথেয় ফুরাইল দিনত্রয় জলমাত্র পান করিয়া চতুর্থ দিবসে অত্যন্ত ক্ষুধাৰ্ত্ত হইয় মিথিলাতে পহুছিলেন। শাখানগরপ্রান্তে ম্লেচ্ছজাতি হন্তিপকেরা করিনিকুর আহারার্থে মাষকুলাষাদি সিদ্ধ করিয়া শীতল হওয়ার নিমিত্ত প্রসারিত করিয়া রাখিয়াছিল। ঐ ব্রাহ্মণ অসহ্য বুভুক্ষাতে অস্থির হইয়া নিষাদিদিগকে কহিলেন ওরে হস্তুিপালকের এ সিদ্ধান্নহইতে ভক্ষণোপযুক্ত অমাকে কিছু দে আমি ক্ষুধাতে অত্যন্ত বাধিত হইয়াছি অহার করিৰ-ক্ষুধাতে আমার প্রাণ যায় । হস্তিপকের কহিল অ’ সৰ্ব্বনাশ এ কি আমরা ম্লেচ্ছ এ অন্ন পাক করিয়াছি আপনি ব্রাহ্মণ কি মতে তামারদের সিদ্ধৌদন খাইবেন । ব্রাহ্মণ কহিলেন ওরে আমি যদি কিছু এক্ষণে ভোজন না করি তবে আমার প্রাণ প্রয়াণ হয় । প্রাণাত্যয়ে নিষিদ্ধান্ন ভোজন করিতে পারে এমত উপদেশ আছে এব^ বেদান্ত শাস্ত্রে বেদব্যাসও সম্মত করিয়াছেন । r মেছের কfহণ বাপু আমরা শাস্তফাস্ত্র কিছু বুঝি ন থাইতে চাছ আপনি হাতে উঠাষ্টয়া লইয়1থাও আমর। মানা করি না কিন্তু হাতে তুলিয়া দিতে আমরা পারব না । মৈথিলাধিপ ৭েiদ্ব-প্রতাপশাল তীব্ৰশাসন তাহার কর্ণগোচর হৰ্চলে অমারদিগকে সব-২শে একগাড় করিবেন । অনন্তর ব্রহ্মণ ঐ ম্লেচ্ছপক কলীয় কুলশ্ব স্বহন্তে লহয়৷ উদরপূৰ্ত্তি করিয়া ভক্ষণ করিলেন। পরে এক ম্লেচ্ছ সুস্নিগ্ধ নির্মল সলিল সমপূর্ণ মৃম্ভ ও আনিয়া ব্রাহ্মণের সমুখে রাখিয়া কহিল মহাশয় জলপান করুন। ব্রাহ্মণ কহিলেন তুই ম্লেচ্ছ তোর স্পৃক্টোদুক পান আমি করিৰ । মেচ্ছ বলিল মহাশয় এ কি আমারদৈর পাক করা আম খাইতে পারলেন ষ্ট্রোয় জল থাইতে কি। ব্রাঙ্কণ কহিলেন ওরে তখন যদি আমি আহার নuকরিতাম তবে আমার জীবন থাকিস্ত না এক্ষণে আমার প্রাণ রক্ষা হইয়াছে তবে কেন তোরদের স্পষ্ট জল পান করিৰ প্রাণ রক্ষার্থেই প্রতিষিদ্ধান্ন ভোজন শাস্ত্রানুমত । এইরূপ মেচ্ছদিগকে কহিয়া ঐ শ্রোত্রিয়