পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b〜b〜 পুবোধ চান্দ্রক । ক্ষণে বিদায় করিয়া অন্তঃপুরে প্রৰিষ্ট হইয়া বনিতার জানুদেশে বিশেষ দৃকপাত করির মসীকণার ন্যায় এক তিল দেখিত্তে পাইয়। কালিদাসের প্রতি অন্তঃক্রুদ্ধ হইয় মনে করিলেন যে এ কি আশ্চর্ঘ্য আমার অদৃষ্ট যে মদীয় পত্নীর গুপ্তাঙ্গচিহ্ন তাহা কালিদাস নিরপে জানিলেন বুঝি কালিদাসের লক্ষ্মটত দুরাচরণ কিছু থাকিৰে । পরোঙ্কে দারদর্শন প্রতিভঙ্গের ওখ-ভিচারি কারণ ইহাতে সৌহার্দ ব্যবহার কিরূপে থাকে । এবম্বিধ বিবিধ প্রকার স~শয়েতে সন্দিগ্ধ হইয়। মন্ত্রিকে আজ্ঞা দিলেন কালিদাস যেন আজিঅবধি আমার দৃষ্টিপথে না আইসে। হে রাজপুত্র দীর্ঘদশি সচিবপ্লবর তৎপ্রযুক্ত তদবধি কবিরত্ব কালিদাসকে স্ত্রবেশে আপনার অন্তঃপুরে গোপনে স°২রক্ষণ করিয়াছিলেন । এ কথা শুনাহয়। ধরাধারনামে রাজকিশোরকে প্রভাকর গুরু কহিলেন হে শিষ্য শুন অতিপ্রজুষে অসাধারণ গুণৰ ন মন্ত্রী গাত্রোথান করিয়৷ মুখপ্রক্ষালন শৌচ দস্তুধাবনপূৰ্ব্বক প্রাতঃসন্ধ্যাদি কৃত্য সমাপন করিয়া প্লাজসভোপযুক্ত পরিচ্ছদ পরিধান করিয়া রাজসমুথে আসিয়া প্রণামপূৰ্ব্বক সবিনয় সমাবেদন কৃতাগুলি হইয়া কহিলেনহে মহারাজ নিজভৃত্য বিজ্ঞাপনে অবধান হউক। রাজকিশোরের নিমিত্তে পরিদেৰন পরিত্যাগ করুন আমার বধূহক্টতে রাজকুমারের ৰামোহের বিহিত প্রতিকার হইবে আমি ইহা নিশ্চিত বুঝিয়াছি। রাজা কহিলেন ইহার পর পরম লাভ কি গৌণ করিও না অবিলম্বে কর ভবে আমার অতিবড় উপকার হয় । মন্ত্রী রাজার পুত্রের ব্যামোহজন্য ব্যাকুলতাপ্রযুক্ত এবম্প্রকার কাতরোক্তি শ্রবণ করিয়৷ তৎক্ষণাৎ এক পদে স্বগৃহে আসিয়া স্ত্রবেশধারি কালিদাসকে দোলা যানে রাজবাটতে আনয়ন করিয়া সভাসমীপে যবনিকাৰ্যবধানে অর্থাৎ পয়দার মধ্যে রাখিয়। রাজাকে বিজ্ঞপ্তি করিলেন । রাজ পণ্ডিতসমভিৰ্যাহারে ঐ পুত্রকে হম্ভে ধারণ করিয়া আগত হইয়া যৱনিকানিকটে পুত্রকে ক্রোড়ে করিয়া ৰসিলেন। যৱনিকামধ্যস্থিত কালিদাল রাজাকে অতি দুঃখী দেখিয়া পূৰ্ব্বপ্রীতি স^স্কারপ্রবছের আতিশয্যে দয়া চিত্ত হইয়া অতিৰিনয়ে বনের বৃত্তান্ত সমস্ত কছিলেন । রাজ পুত্রকে জিজ্ঞালিলেন ওরে বৎস বনে কি এইরূপ হইয়াছিল। রাজপুত্ৰ স সে মির। এভাৰম্বাত্রউত্তর