পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○br প্রভাত সংগীত সে তখন ছেলেবেলা—রজনী প্রভাত হোলে, তাড়াতাড়ি শয্যা ছাড়ি ছুটিয়া যেতেম চলে ;– সারি সারি নারিকেল বাগানের একপাশে, বাতাস আকুল করে আম্র মুকুলের বাসে — পথ পাশে দুই ধারে বেল ফুল ভারে ভারে ফুটে আছে, শিশুমুখে প্রথম হাসির প্রায়— বাগানে পা দিতে দিতে গন্ধ আসে আচম্বিতে, নরগেশ কোথা ফুটে খুজে তারে পাওয়া দায় । মাঝেতে বাধানো বেদী, জুই গাছ চারি ধারে ;– সূর্যোদয় দেখা দিত প্রাচীরের পর পারে। নবীন রবির আলো, সে যে কী লাগিত ভালো । সর্বাঙ্গে স্থবৰ্ণ স্বধা অজস্র পড়িত ঝরে, ভাত ফুলের মতো ফুটায়ে তুলিত মোরে। এখনো সে মনে আছে সেই জানালার কাছে o ব'সে থাকিতাম এক জনহীন দ্বিপ্রহরে । অনন্ত আকাশ নীল, ডেকে চলে যেত চিল, জানায়ে মৃতীত্র তৃষা স্বতীক্ষ করুণস্বরে ।