পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*3ર প্রভাত সংগীত তোমারে গেলেম ফেলে, অরণ্যে গেলেম চলে, কাটালেম কত শত দিন, ম্ৰিয়মাণ সুখশাস্তিহীন । আজিকে একটি পাখি পথ দেখাইয়া মোরে অনিল এ অরণ্য বাহিরে, আনন্দের সমুদ্রের তীরে। সহসা দেখিমু রবিকর, সহসা শুনিতু কত গান, সহসা পাইকু পরিমল, সহসা খুলিয়া গেল প্রাণ । দেখিকু ফুটিছে ফুল, দেখিস্থ উড়িছে পাখি, আকাশ পূরেছে কলস্বরে । জীবনের ঢেউগুলি ওঠে পড়ে চারিদিকে, রবিকর নাচে তার পরে । চারিদিকে বহে বায়ু, চারিদিকে ফুটে আলো, চারিদিকে অনন্ত আকাশ, চারিদিক পানে চাই, চারিদিকে প্রাণ ধায়, জগতের অসীম বিকাশ । কেহ এসে বসে কোলে, কেহ ডাকে সখা ব’লে, কাছে এসে কেহ করে খেলা,