6:8 প্রভাত সংগীত চন্দ্র স্বৰ্য্য তারকার অন্ধকার স্বপ্নময়ী ছায়া, জ্যোতিময় সে হৃদয়ে ধীরে ধীরে মিলাইবে কায়া । পৃথিবী ভাঙিয়া যাবে, একে একে গ্রহ তারাগণ, ভেঙে ভেঙে মিলে যাবে, একেকটি বিম্বের মতন । চন্দ্র স্বর্য গ্রহ চেয়ে জ্যোতিময় মহান বৃহৎ, জীব-আত্মা মিলাইবে একেকটি জলবিম্ববৎ । কৰ্ভু কি আসিবে, দেব, সেই মহাস্বপ্ন-ভাঙা দিন, সত্যের সমুদ্র মাঝে আধো-সত্য হয়ে যাবে লীন ? আধেক প্রলয় জলে ডুবে আছে তোমার হৃদয়, বলো, দেব, কবে হেন প্রলয়ের হইবে প্রলয় । সৃষ্টি স্থিতি প্রলয় দেশশুন্য, কালশূন্ত, জ্যোতিঃশূন্ত মহাশূন্ত’পরি চতুমুখ করিছেন ধ্যান, মহা অন্ধ অন্ধকার সভয়ে রয়েছে দাড়াইয়া— কবে দেব খুলিবে নয়ান । অনস্ত হৃদয় মাঝে আসন্ন জগৎ চরাচর দাড়াইয়া স্তম্ভিত নিশ্চল, অনস্ত হৃদয়ে তার ভূত ভবিষ্যৎ বত মান ধীরে ধীরে বিকাশিছে দল । লেগেছে ভাবের ঘোর, মহানন্দে পূর্ণ তার প্রাণ নিজের হৃদয়পানে চাহি,
পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯
অবয়ব