পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত শব্দশ্রোত ঝরিল চৌদিকে এককালে সমস্বর→ পুরবে উঠিল ধ্বনি পশ্চিমে উঠিল ধ্বনি, ব্যাপ্ত হোলো উত্তরে দক্ষিণে । অসংখ্য ভাবের দল থেলিতে লাগিল যত উঠিল খেলার কোলাহল । শূন্যে শূন্যে মাতিয়া বেড়ায় হেথা ছোটে, হোথা ছুটে যায়। কী করিবে আপনা লইয়া যেন তাহা ভাবিয়া না পায়, আনন্দে ভাঙিয়া যেতে চায় । যে প্রাণ অনস্ত যুগ রাবে সেই প্রাণ পেয়েছে নূতন, আনন্দে অনন্ত প্রাণ যেন, মুহূতে করিতে চায় ব্যয় । অবশেষে আকাশ ব্যাপিয়া পড়িল প্রেমের আকর্ষণ । এ ধায় উহার পানে, এ চায় উহার মুখে, আগ্রহে ছুটিয়া কাছে আসে । বাম্পে বাম্পে করে ছুটাছুটি, বাম্পে বাম্পে করে আলিঙ্গম । অগ্নিময় কাতর হৃদয় অগ্নিময় হৃদয়ে মিশিছে ।