পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*@b" প্রভাত সংগীত জলিছে দ্বিগুণ অগ্নিরাশি আঁধার হতেছে চুর চুর । অগ্নিময় মিলন হইতে, জন্মিতেছে আগ্নেয় সস্তান, অন্ধকার শূন্ত-মরু মাঝে শত শত অগ্নি-পরিবার দিশে দিশে করিছে ভ্রমণ । 餐 崇 米洛 来源 নূতন সে প্রাণের উল্লাসে, নূতন সে প্রাণের উচ্ছাসে, বিশ্ব যবে হয়েছে উন্মাদ, চারিদিকে উঠিছে নিনাদ, অনন্ত আকাশে দাড়াইয়া, চারিদিকে চারি হাত দিয়া, বিষ্ণু আসি মন্ত্র পড়ি দিলা, বিষ্ণু আসি কৈলা আশীর্বাদ । লইয়া মঙ্গল শঙ্খ করে, কাপায়ে জগৎ-চরাচরে বিষ্ণু আসি কৈলা শঙ্খনাদ । থেমে এল প্রচণ্ড কল্লোল, নিভে এল জলন্ত উচ্ছাস, গ্ৰহগণ নিজ অশ্র-জলে নিভাইল নিজের স্থতাশ ।