পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত জগতের বাধিল সমাজ, জগতের বাধিল সংসার, বিবাহে বাহুতে বাহু বাধি জগৎ হইল পরিবার। বিষ্ণু আসি মহাকাশে, লেখনী ধরিয়া করে মহান কালের পত্র খুলি ধরিয়া ব্ৰহ্মার ধ্যানগুলি, এক মনে পরম যতনে, লিখি লিখি যুগ যুগান্তর বাধি দিলা ছন্দের বাধনে । জগতের মহা বেদব্যাস, o গঠিলা নিখিল উপন্যাস, বিশৃঙ্খল বিশ্বগীতি লয়ে মহাকাব্য করিলা রচন । জগতের ফুলরাশি লয়ে গাথি মালা মনের মতন নিজ গলে কৈলা আরোপণ । জগতের মালাখানি জগৎ-পতির গলে মরি কিবা সেজেছে অতুল, দেখিবারে হৃদয় আকুল । বিশ্ব-মালা অসীম অক্ষয়, কত চন্দ্র কত স্বর্য, কত গ্রহ কত তারা কত বর্ণ, কত গীতময় ।