পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত "প্রলয় পিনাক তুলি করে ধরিলেন শূলী, পদতলে জগৎ চাপিয়া, জগতের অাদি অন্ত থরথর থরথর একবার উঠিল কঁাপিয়া । পিনাকেতে পূরিলা নিশ্বাস, ছিড়িয়া পড়িয়া গেল, জগতের সমস্ত বাধন । উঠিল রে মহাশূন্যে গরজিয়া তরঙ্গিয় ছন্দোমুক্ত জগতের উন্মত্ত আনন্দ কোলাহল । ছিড়ে গেল রবিশশি গ্ৰহতারা ধূমকেতু, কে কোথায় ছুটে গেল, ভেঙে গেল টুটে গেল, চন্দ্রে সুর্যে গুড়াইয়া চূণ চুর্ণ হয়ে গেল – মহা অগ্নি জলিল রে,— আকাশের অনন্ত হৃদয় অগ্নি—অগ্নি—শুধু অগ্নিময় মহা অগ্নি উঠিল জলিয়া জগতের মহা চিতানল । খণ্ড খণ্ড রবি শশী, চূর্ণ চুর্ণ গ্ৰহতার বিন্দু বিন্দু আঁধারের মতো বরষিছে চারিদিক হতে, অনলের তেজোময় গ্রাসে নিমেষেতে যেতেছে মিশায়ে ।