পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত স্বজনের আরম্ভ সময়ে আছিল অনাদি অন্ধকার, স্বজনের ধ্বংস-যুগান্তরে রহিল অসীম হুতাশন | অনন্ত আকাশগ্রাসী অনল সমুদ্র মাঝে মহাদেব মুদি ত্রিনয়ান করিতে লাগিলা মহাধ্যান । কবি ( অনুবাদ ) ওই যেতেছেন কবি কাননের পথ দিয়া কতু বা অবাক, কভু ভকতি-বিহবল হিয়া । নিজের প্রাণের মাঝে, একটি যে বীণা বাজে, সে বীণা শুনিতেছেন হৃদয় মাঝারে গিয়া । বনে যতগুলি ফুল আলো করি ছিল শাখা, কারো কচি তমুখানি নীল বসনেতে ঢাকা, কারো বা সোনার মুখ, কেহ রাঙা টুকটুক্‌, কারো বা শতেক রং যেন ময়ুরের পাখা, কবিরে আসিতে দেখি হরষেতে হেলি দুলি হাব ভাৰ করে কত রূপসী সে মেয়েগুলি ।