বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אר প্রভাত সংগীত এমন মধুর স্বরে গাহিয়া উঠিবে আর আমাদের মুখে কথা ফুটিবে না। মনের সে ভাবগুলি কথায় মরিয়া আমাদের চোখে চোখে বাচিয়া উঠিবে । চোখের সে কথাগুলি বাক্যহীন মনে ঢালিবে অজস্র স্রোতে নীরব সংগীত, মিলিবেক চৌদিকের নীরবতা সনে । মিশিবেক আমাদের নিশ্বাসে নিশ্বাসে । আমাদের দুই হৃদি নাচিতে থাকিবে, শোণিত বহিবে বেগে দোহার শিরায় । মোদের অধর দুটি কথা ভুলি গিয়া ক’বে শুধু উচ্ছসিত চুম্বনের ভাষা । দুজনে দুজন আর রবো না আমরা, এক হয়ে যাব মোরা দুইটি শরীরে । দুইটি শরীর । আহা তাও কেন হোলো। যেমন দুইটি উল্কা জলস্ত শরীর, ক্রমশ দেহের শিখা করিয়া বিস্তার স্পর্শ করে, মিশে যায়, এক দেহ ধরে, চিরকাল জলে তবু ভস্ম নাহি হয়, দুজনেরে গ্রাস করি দোহে বেঁচে থাকে ; মোদের যমক-হৃদে একই বাসনা, দণ্ডে দণ্ডে পলে পলে বাড়িয়া বাড়িয়া, তেমনি মিলিয়া যাবে অনন্ত মিলনে । এক আশা র’বে শুধু দুইটি ইচ্ছার