পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত এক ইচ্ছা র’বে শুধু দুইটি হৃদয়ে, একই জীবন আর একই মরণ, একই স্বরগ আর,একই নরক, একই অমরত কিংব। একই নির্বাণ । হায় হায় একী হোলো এক কী হোলো মোর । অামার হৃদয় চায় উধাও উড়িয়া প্রেমের স্বদূর রাজ্যে করিতে ভ্রমণ, কিন্তু গুরুভার এই মরতের ভাষা চরণে বেঁধেছে তার লোহার শৃঙ্খল । নামি বুঝি, পড়ি বুঝি, মরি বুঝি মরি। Shelley. তোত জগৎ-স্রোতে ভেসে চল, যে যেথা আছ ভাই । চলেছে যেথা রবি শশী চলরে সেথা যাই । কোথায় চলে কে জানে তা’, কোথায় যাবে শেষে । জগৎ-স্রোত বহে গিয়ে কোন সাগরে মেশে । অনাদি কাল চলে স্রোত অসীম আকাশেতে, উঠেছে মহা কলরব অসীমে যেতে যেতে । উঠিছে ঢেউ, পরে ঢেউ, গণিবে কেবা কত । ভাসিছে শত গ্রহ তারা, ডুবিছে শত শত । ঢেউয়ের পরে খেলা করে আলোকে আঁধারেতে, জলের কোলে লুকাচুরি জীবনে মরণেতে । శిరి.