পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত এক ইচ্ছা র’বে শুধু দুইটি হৃদয়ে, একই জীবন আর একই মরণ, একই স্বরগ আর,একই নরক, একই অমরত কিংব। একই নির্বাণ । হায় হায় একী হোলো এক কী হোলো মোর । অামার হৃদয় চায় উধাও উড়িয়া প্রেমের স্বদূর রাজ্যে করিতে ভ্রমণ, কিন্তু গুরুভার এই মরতের ভাষা চরণে বেঁধেছে তার লোহার শৃঙ্খল । নামি বুঝি, পড়ি বুঝি, মরি বুঝি মরি। Shelley. তোত জগৎ-স্রোতে ভেসে চল, যে যেথা আছ ভাই । চলেছে যেথা রবি শশী চলরে সেথা যাই । কোথায় চলে কে জানে তা’, কোথায় যাবে শেষে । জগৎ-স্রোত বহে গিয়ে কোন সাগরে মেশে । অনাদি কাল চলে স্রোত অসীম আকাশেতে, উঠেছে মহা কলরব অসীমে যেতে যেতে । উঠিছে ঢেউ, পরে ঢেউ, গণিবে কেবা কত । ভাসিছে শত গ্রহ তারা, ডুবিছে শত শত । ঢেউয়ের পরে খেলা করে আলোকে আঁধারেতে, জলের কোলে লুকাচুরি জীবনে মরণেতে । శిరి.