পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত মিশায়ে যায় কিরণ মাঝে, আঁধার রেখা প্রায় । তাহারি সাথে সারাটি দিন উড়িবে মোর প্রাণ ; নীরবে বসি তাহারি সাথে গাহিব তারি গান । তাহারি মতো মেঘের মাঝে বাধিতে চাহি বাসা, তাহারি মতো চাদের কোলে গড়িতে চাহি আশ । তাহার মতো আকাশে উঠে, ধরার পানে চেয়ে ধরায় যারে এসেছি ফেলে ডাকিব গান গেয়ে । তাহারি মতো, তাহারি সাথে উষার দ্বারে গিয়ে, ঘুমের ঘোর ভাঙায়ে দিব উষারে জাগাইয়ে । পথের ধারে বসিয়া রবো বিজন তরুছায়, সমুখ দিয়ে পথিক যত কত না আসে যায়। ግማል.