পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত ছুটিয়া আসে বুকের কাছে বারতা শুধাইতে ; চাহিয়া আছে আমার মুখে, কিরণময় আমারি সুখে আকাশ যেন আমারি তরে রয়েছে বুক পেতে । মনেতে করি আমারি যেন আকাশ ভরা প্রাণ, আমারি প্রাণ হাসিতে ছেয়ে জাগিছে উষা তরুণ-মেয়ে, করুণ আঁখি করিছে প্রাণে অরুণ সুধা দান । আমারি বুকে প্রভাত বেলা ফুলের মিলি করিছে খেলা, হেলিছে কত, দুলিছে কত, পুলকে ভরা মন, আমারি তোরা বালিকা মেয়ে আমারি স্নেহধন । আমারি মুখে চাহিয়া তোর আঁথিটি ফুটফুটি । আমারি বুকে আলয় পেয়ে হাসিয়া কুটিকুটি । কেনরে বাছ। কেনরে হেন আকুল কিলিবিলি,