পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত চারিদিকে সৌরভ, চারিদিকে গীত-রব, চারিদিকে স্থখ আর হাসি, চারিদিকে শিশুগুলি মুখে আধ আধ বুলি, চারিদিকে স্নেহপ্রেমরাশি । আমারে ঘিরেছে কা’র, সুখেতে করেছে সারা জগতে হয়েছে হারা প্রাণের বাসনা, আর আমি কথা কহিব না। আর আমি গান গাহিব না ।